নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত নয় পুলিশ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দরিকান্দি বাংলা ফুড কারখানার সামনে লাশটি দেখতে পায় পথচারীরা। পরে পুলিশকে খবর দিলে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নিহতের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পিবিআই। প্রাথমিক ভাবে অপমৃত্যুর একটি মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।