স্বামীর মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন বিলকিস বেগম (৪৫)। নরসিংদী শহরের ভেলানগর এলাকায় মোটরসাইকেলটি মেরামতের পর বাড়ি ফেরার পথে বানিয়াছল এলাকার ডায়াবেটিস হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা। কিন্তু, ভেলানগর পার হওয়ার আগেই কাভার্ড ভ্যানের চাপায় বিলকিস বেগম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। তার নাম বিলকিস বেগম (৪৫)। এ দুর্ঘটনায় তার স্বামী মো. মান্নান মিয়াও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলার জেলখানার মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
তাদের বাড়ি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাও গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মো. মান্নান মিয়া তার স্ত্রী বিলকিস বেগমকে নিয়ে শহরের ভেলানগরে আসেন এবং একটি সার্ভিসিং সেন্টার থেকে তার মোটরসাইকেলটি মেরামত করান। এরপর স্ত্রীকে নিয়ে ওই মোটরসাইকেলে করে শহরের বানিয়াছল এলাকার ডায়বেটিকস হাসপাতালে রওনা হন তিনি। সেখান থেকে বাড়িতে ফেরার কথা ছিল তাদের। কিন্তু, জেলখানার মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বিলকিস বেগম মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পান। এ সময় উপস্থিত লোকজন আহত গৃহবধূকে কাছের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মো. শাখাওয়াত হোসেন জানান, নিহত বিলকিস বেগমের পরিবারের সদস্যদের অনুরোধে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তাদের মোটরসাইকেলে ধাক্কা দেওয়া ওই কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে।