কুষ্টিয়ার কুমারখালীর মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমিরুল ইসলাম সবুর (৪৫)।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়য়াপাড়া গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত সবুর ভড়ুয়াপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
স্থানীয় পুলিশ পরিদর্শক রাকিব হাসান জানান, রবিবার রাতে সবুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি সরিষা ক্ষেতে সবুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের শরীরে কোনও আঘাত বা জখমের চিহ্ন দেখো যায়নি। লাশ ময়ন্তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।