X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যালট ছিনিয়ে নৌকায় সিল, প্রিজাইডিং ও পোলিং অফিসার প্রত্যাহার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ১৫:৪৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৫:৪৩

মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে জোর করে ব্যালট ছিনিয়ে নৌকা প্রতীকে সিল মারা ঠেকাতে না পারায় এক সহকারী প্রিজাইডিং ও এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

তারা হচ্ছেন, সহকারী প্রিজাইডিং অফিসার এমরান আলী ও পোলিং অফিসার মজিবর রহমান।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের প্রত্যাহার করা হয়।

সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ বদর উদ-দোজা ভুইয়া এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, কিছু দুষ্কৃতকারী ১০টি ব্যালট পেপার জোর করে নিয়ে নৌকা প্রতীকে সিল মারে। এসময় দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার তাদের থামাতে পারেনি। নিজেদের দায়িত্ব পালনে তারা দৃঢ়তা দেখাতে পারেনি। পরবর্তীতে পোলিং এজেন্টদের দাবিতে তাদের প্রত্যাহার করে নতুন করে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিযুক্ত করা হয়। এ সময় পাঁচ মিনিটের মতো ভোটগ্রহণ স্থগিত থাকে।

তিনি আরও বলেন, অন্যকোনও কেন্দ্র থেকে এই পর্যন্ত আর কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। লাঞ্চ পর্যন্ত মোট ৪৮ ভাগ ভোটগ পড়েছে।

এদিকে, প্রত্যাহার করা সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার আটক আছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও)-১ একেএম আবুল কাশেম বলেন, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক করা হয়েছে কিনা জানি না।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি