X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘নৌকা-ধানের শীষ নাই, তাই নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ’

বাগেরহাট প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ১৯:৩৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৯:৩৮

বিএনপির মেয়র প্রার্থী বাদ পড়েছেন বাছাইপর্বে, আর কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। তাই মেয়র প্রার্থীর ভোট নিয়ে উদ্বেগ না থাকায় কাউন্সিলর পদের ভোট হয়েছে শান্তিপূর্ণ। এ চিত্র বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ পৌরসভায় বিরতিহীন ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা।
স্থানীয়রা বলেছেন, বিগত ২০ বছরে তারা এমন শান্তিপূর্ণ পরিবেশে পৌরসবা নির্বাচন কখনও দেখেননি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এজেন্ট, কর্মী-সমর্থক, জনপ্রতিনিধি, সাধারণ ভোটাররা সবাই এমন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন দেখে খুশি। তারা বলছেন, ‘নৌকা ও ধানের শীষের প্রার্থী না থাকায় এমন নির্বাচন হয়েছে।’
মোরেলগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের ভোটার আবু-হানিফ জানান, এমন সুন্দর নির্বাচন গত ২০ বছরেও দেখিনি। ভোটাদের মাঝে একটি উৎসবের আমেজ বিরাজ করেছে। কেন এমন নির্বাচন হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘নৌকা-ধানের শীষ না থাকায় এমন ভোট হয়েছে।’
বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার ও পোলিং এজেন্টদের সাথে কথা বললে, তারাও এমন মন্তব্য করেন।
২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওলিউর রহমান ওলি ও রফিকুল ইসলাম মাসুমসহ অন্য প্রার্থীরা জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এমন নির্বাচনই তারা চেয়েছিলেন। যে ভোটারদের ভোটে জিতবে তাকেই তারা কাউন্সিলর হিসেবে মেনে নেবেন।
মোরেলগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন জানান, সকাল থেকেই সাধারণ ভোটাররা উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এমন শান্তিপূর্ণ নির্বাচনে পৌরসভার ভোটাদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে।
মোরেলগঞ্জ পৌরসভায় ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন এবং ৩টি সংরক্ষিত মাহিলা ওয়ার্ডে ১২জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৯টি কেন্দ্রে ১৬ হাজার ৫শ’ ভোটার রয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৮৬ জন পুরুষ এবং ৮ হাজার ৪শ’ ১৪ জন নারী ভোটার।
এর আগে মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি চারবার মেয়র পদে নির্বাচিত হলেন।
মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতি কেন্দ্রে একজন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। এ ছাড়াও র‌্যাব পুলিশের পাশাপাশি কোস্টগার্ড সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া