X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হাজীগঞ্জে আ.লীগের প্রার্থী পুনর্নির্বাচিত

চাঁদপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ২০:৫৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২১:০৩

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ স ম মাহবুব-উল-আলম লিপন মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। মেয়র পদে নৌকার প্রার্থী পেয়েছেন ২৩ হাজার ২১২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চু পেয়েছেন ১১ হাজার ৬৪৫ ভোট। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বেসরকারিভাবে এই ফলাফল জানা গেছে।

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মাঝে হট্টগোল হলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এর আগে শনিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে পরিস্থিতি ভালো থাকলেও বেলা ১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড খাটরা বিলওয়াই ভোট কেন্দ্রে বর্তমান কাউন্সিলর রায়হানুর রহমান জনি মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুপুরের দিকে পৌর ৪ নম্বর ওয়ার্ড আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের হট্টগোলে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ রেখে আবার চালু হয়। দুপুর ২টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চু অভিযোগ করেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অধিকাংশ কেন্দ্রে হয়েছে সিলিং। তবে বিজয়ী মাহবুব উল আলম লিপন বলেছেন, বিএনপি প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

দিনের শেষ সময় সাড়ে ২টার দিকে পৌর ৫নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী রিটন চন্দ্র সাহা ও সুমন তফাদার সমর্থকদের মাঝে দাওয়া পাল্টা দাওয়া সৃষ্টি হলে সড়ক অবরোধ হয়।

এ নির্বাচনে ১২টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২০টি। নির্বাচনে মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ৩শ ৪৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৯৫৫ জন এবং মহিলা ভোটার ২২ হাজার ৯৩৩ জন।

 



/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক