X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৯ কেন্দ্রে কোনও ভোট নেই বিএনপির প্রার্থীর!

ফেনী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ০৪:৪৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৪:৪৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জেলা হিসেবে পরিচিত ফেনীর সদর পৌরসভা পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলাল উদ্দিনের ব্যালটে কোনও ভোট পড়েনি। শনিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে ।
ঘোষিত ফলের তালিকায় দেখা যায়, ফেনী পৌরসভার ৪৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলের মধ্যে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন এক হাজার এক ভোট। তার বিপরীতে ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন ভোট শূন্য । এভাবে মহিপাল সরকারি কলেজ (কমার্স কলেজ) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৬৫৭ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি। ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ১ হাজার ৭১৪ ভোট, ধানের শীষের প্রার্থী এখানেও কোনও ভোট পাননি, ৩ নম্বর ওয়ার্ডের সহদেবপুর খায়রুল এছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৮০১ ভোট, ধানের শীষের প্রার্থী এখানে কোনও ভোট পাননি।
ফেনী বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৯৮০ ভোট, ধানের শীষের প্রার্থী কোনোও ভোট পাননি, ৪ নম্বর ওয়ার্ড বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনও ভোট পাননি, বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৩৬৩ ভোট, ধানের শীষের প্রার্থী এখানেও কোনও ভোট পাননি। ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ১২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনও ভোট পাননি এবং ১ নম্বর ওয়ার্ডের ফেনী পিটিআই প্রাইমারি স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনও ভোট পাননি।

বেসরকারিভাবে ঘোষিত আওয়ামী লীগের নৌকা প্রতীকের নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৪৯ ভোট।

এ বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষে তাৎক্ষণিক কোনও মন্তব্য জানা সম্ভব হয়নি। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়