X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে তীব্র শীত, তাপমাত্রা ৬.৫ ডিগ্রি

নীলফামারী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ১৯:১৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৯:১৭

নীলফামারীতে রবিবার (৩১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে সংকটে পড়েছেন জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। টানা শৈত্যপ্রবাহে ভোগান্তি বেড়েছে তাদের। কনকনে শীতে কাজে নামতে পারছেন না তারা। বাধ্য হয়ে পরিবারসহ সবাই হাত গুটিয়ে বসে আছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, রবিবার সেখানে সর্বনিম্ন ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অপরদিকে, ডিমলা আবহাওয়া পর্যবেক্ষক জামাল উদ্দিন জানান, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। গত শুক্রবার নয় দশমিক সাত ডিগ্রি, শনিবার এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ অবস্থা আগামী চার-পাঁচ দিন থাকতে পারে বলে জানান তিনি।

জেলায় শৈতপ্রবাহ শুরু হয় গত বছরের ডিসেম্বর মাসে। এরপর তাপমাত্রা ওঠানামা করছিল। গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসের ১৪ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা কিছুটা বাড়ার পর আবারও কমতে থাকে। গত ২৯ জানুয়ারি নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও ৩০ জানুয়ারি তাপমাত্রা কিছুটা বেড়ে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে ডিমলা আবহাওয়া কার্যালয়।

জেলা শহরের নিউবাবু পাড়ার বাসিন্দা বালু মিয়া (৪২) বলেন, ‘ভ্যান চালানোর আয়ের ওপর আমার পরিবারের ভরণপোষণ নির্ভর করে। এবারের কনকনে শীতে ভ্যান চালানো কঠিন হয়ে পড়েছে। একই কারণে লোকজন বাইরে কম আসায় আয়ও কমেছে। ফলে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়