X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে এলো ৯৬ হাজার করোনার টিকা

দিনাজপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২৩:৩৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২৩:৩৫

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রথম ধাপে ৯৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে দিনাজপুরে।
রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বেক্সিমকো ফার্মার একটি ভ্যানে করে এসব ভ্যাকসিন পৌঁছানো হয়। এ সময় ভ্যাকসিন গ্রহণ করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। তার সঙ্গে ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাগফারুল হাসান আব্বাসীসহ স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।পরে বাক্স খুলে ভ্যাকসিন নিরাপদে আছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর এসব ভ্যাকসিন জেলা ইপিআই স্টোর ভবনে রাখা হয়।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, মোট ৯ হাজার ৬০০টি টিউবে করে ৯৬ হাজার করোনার ডোজ গ্রহণ করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জেলার ১৩টি উপজেলায় প্রথম পর্যায়ের এসব ভ্যাকসিন প্রয়োগ করা হবে। করোনা ভ্যাকসিন যারা গ্রহণ করবেন তাদেরকে অবশ্যই সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া কেউই কোনও ভ্যাকসিন পাবেন না।
তিনি জানান, করোনার ভ্যাকসিন প্রদানের জন্য চিকিৎসক ও টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টিকাদানের জন্য দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৮টি, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি ও ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি করে মোট ২৬টি মিলে ৩৮টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২জন করে টিকাদান কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফারুল হাসান আব্বাসী বলেন, ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন জেলা ইপিআই স্টোর ভবনে রাখা হয়েছে। এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে এবং এখন পর্যন্ত বাড়তি নিরাপত্তার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রশাসনকে কিছু জানানো হয়নি। তবে যদি নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে পুলিশ সুপারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া