X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আখাউড়ায় ভাষা সৈনিক মিয়া মতিনকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাষার মাসে ভাষা সৈনিক ‘মিয়া মোহাম্মদ মতিন’কে সংবর্ধনা প্রদান ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ নূর-এ- আলম এর সভাপতিত্বে এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য জুটন বণিক এবং কাজী স্বপ্না শিফাতের পরিচালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, মৎস্য সম্পসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক মো. কামাল উদ্দিন, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী ভূইয়া ভূঁইয়া, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খুরশিদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ নূর-এ- আলম ভাষা সৈনিক মিয়া মোহাম্মদ মতিনকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মানসূচক ক্রেস্ট হাতে তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী ও অতিথিরা গান পরিবেশনসহ একুশের কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে ভাষা সৈনিক মিয়া মোহাম্মদ মতিন স্মৃতিচারণ করে বলেন, আমি তখন উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলাম। মায়ের ভাষা তারা কেড়ে নিতে চায় শোনার পর আমরা আর স্থির থাকতে পারিনি। পরে আন্দোলন শুরু করি। তৎকালীন সময়ে এলাকায় আট জনের নেতৃত্বে একটি মিছিল বের করেছিলাম। মিছিলটি গঙ্গসাগর রেলস্টেশনসহ মোগড়াবাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে আমাদের এই আন্দোলন এলাকায় গণবিক্ষোভে রূপ নেয়। খবর পৌঁছে যায় তৎকালীন মুসলিম লীগ সরকারের কাছে। ১৯৫২ সালের ২৩  ফেব্রুয়ারি পুলিশ আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। প্রায় দুই মাস পর জেল থেকে ছাড়া পাই। জেল থেকে বের হয়েও সংঘবদ্ধ হয়ে ভাষার জন্য আন্দোলন ও সমাবেশ করি। 

এই সাহসিকতার জন্য চার বছর পর ১৯৫৬ সালে আমাদের কয়েকজনকে ঢাকায় ডেকে পুরস্কার দিয়েছিলেন তখনকার তুখোড় আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া