X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, জানুয়ারিতে ১০ দিনই ছিল সর্বনিম্ন

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪১

চা বাগান, পাহাড়বেষ্টিত এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েকদিন ধরে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলে জানুয়ারির ৩১ দিনের মধ্যে ১০ দিনই ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এখানে  প্রতি বছর  নভেম্বর থেকে শীত আবহ শুরু হয়ে থাকে প্রায় মার্চের কাছাকাছি পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেড়ে যায়। দিনের বেলা অর্থাৎ সূর্যের আলো থাকায় তেমন শীত অনূভূত হয়নি। আবার অনেক সময় সূর্যের দেখা না মেলায় বেড়ে যায় শীতের তীব্রতা।

শ্রীমঙ্গলের জানুয়ারির পরিসংখ্যান অনুযায়ী ৫ জানুয়ারি ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ৮ জানুয়ারি ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, ৯ জানুয়ারি ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ১০ জানুয়ারি ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ১৬ জানুয়ারি ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১৭ জানুয়ারি ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ১৯ জানুয়ারি ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, ২৩ জানুয়ারি ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, ২৬ জানুয়ারি ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং ৩০ জানুয়ারি ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

এদিকে, শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মঙ্গলবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১ ফেব্রুয়ারি ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারি এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।

মৌলভীবাজার সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু এছাড়াও মৌলভীবাজারের হাসপাতালসহ পুরো জেলা জুড়ে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। তীব্র শীতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। সকাল পর্যন্ত শুধু সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ৪৮-৫৫ শিশু। তাদের মধ্যে ২৬ জন নিউমোনিয়ায়, ২২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো বলেন, ‘এই সময়ে শীতজনিত কারণে দুটি রোগের প্রাদুর্ভাব বেশি থাকে। তাই এই সময়ে আগের চেয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমরা সতর্ক আছি।’

তিনি জানান, তীব্র শীতের এই সময়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে যেন শিশুর ঠান্ডা না লাগে। এজন্য গরম কাপড় পরিয়ে রাখতে হবে। শিশুদের ঘরের বাইরে না যাওয়া ভালো।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন