X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে আলাদা ভ্যাকসিন ব্যবহারের পরীক্ষা শুরু

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৭
image

করোনাভাইরাসের টিকা প্রয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ডোজে আলাদা কোম্পানির ভ্যাকসিন ব্যবহারের কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে যুক্তরাজ্য। বর্তমানে চলা টিকা প্রদান কর্মসূচিতে দুই ডোজেই একই ভ্যাকসিন ব্যবহার হচ্ছে। তবে আলাদা ভ্যাকসিন ব্যবহার করা গেলে তা আরও বেশি সহজ লভ্য হয়ে উঠবে। এছাড়া একই ভ্যাকসিন নেওয়ার চেয়ে আলাদা ভ্যাকসিন নিলে আরও বেশি সুরক্ষা পাওয়ার সম্ভাবনাও দেখছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাজ্যের ভ্যাকসিন ও টিকাপ্রদান সংক্রান্ত যৌথ কমিটির সুপারিশ মেনে চলছে। এই কমিটির পরামর্শ হলো যারা ফাইজার-বায়োএনটেক বা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা দ্বিতীয় ডোজেও একই কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করবেন। যদি কোনও কারণে আলাদা ডোজ ব্যবহার করতেই হয় তাহলে তা হতে হবে যে কোনওভাবেই একই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না কিংবা প্রথমে কোন ডোজ নিয়েছেন তা আর জানা সম্ভব হচ্ছে না। বর্তমানে এই পরামর্শ মেনে টিকা প্রদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য।

তবে এবারে আলাদা ডোজ প্রয়োগ নিয়ে পরীক্ষা শুরু করেছে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। যারা এই পরীক্ষায় অংশ নেবেন না তারা আগের মতোই একই কোম্পানির টিকা গ্রহণ করবেন।

বিজ্ঞানীরা আশা করছেন যে, মিশ্র টিকার প্রয়োগে চালানো পরীক্ষায় ভালো ফলাফল পাওয়া যাবে। এর আগে ইবোলার টিকা প্রয়োগের ক্ষেত্রেও মিশ্র ডোজ ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া গেছে।

যুক্তরাজ্যের নতুন এই পরীক্ষায় ৫০ বছরের চেয়ে বেশি বয়সী প্রায় আটশ’ স্বেচ্ছাসেবক অংশ নেবেন। এদের কেউ কেউ প্রথম ডোজে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করবেন আর ১২ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজে ফাইজার-বায়োএনটেকের টিকা নেবেন। আর অন্যরা একই রকমভাবে উল্টো পদ্ধতি অনুসরণ করবেন। আর নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়া গেলে অন্য ভ্যাকসিনও এই পরীক্ষায় যুক্ত করা হবে।

ওই পরীক্ষায় মুখ্য তদন্তকারীর ভূমিকায় রয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথু স্নাপ। এই পরীক্ষাকে প্রবল উত্তেজনাকর আখ্যা দিয়ে বলেছেন এর মাধ্যমে যুক্তরাজ্য ও বিশ্বজুড়ে চলমান টিকাদান কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়