X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তেরখাদায় ডাকাতের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১

খুলনার তেরখাদা উপজেলা আড়পাঙ্গাসিয়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক)  হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে জখম হয়ে জামাল ভোরে মারা যান।          

তেরখাদা থানার ডিউটি অফিসার এসআই মো. নাজমুল আহমেদ জানান, তেরখাদার আড়পাঙ্গাসিয়া এলাকায় দস্যুদের ছুরিকাঘাতে একজন জখম হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেননি। নিহত জামাল শেখ স্থানীয় আড়পাঙ্গাসিয়া গ্রামের মো. আ. সাত্তার শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে আড়পাঙ্গাসিয়া গ্রামের স্কুলশিক্ষক মো. আব্দুল্লাহর বাড়িতে ডাকাত দল হানা দেয়। পরিবারেরর সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। একপর্যায়ে ডাক-চিকিৎসার শুরু করেন স্কুলশিক্ষক আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যরা। ডাকাতদের আক্রমণের আভাস বুঝতে পেরে এগিয়ে আসেন এলাকাবাসী। এ অবস্থায় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এর মধ্যে প্রতিবেশী ও আব্দুল্লাহর খালাতো ভাই জামাল শেখ একজন ডাকাতকে জাপটে ধরেন। পরে অন্য দস্যুরা জামাল শেখকে ছুরি দিয়ে আঘাত করে। এতে মাটিতে লুটে পড়েন জামাল শেখ। এ অবস্থায় এলাকায় ব্যাপক হৈ চৈ শুরু হলে দস্যুরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন জামাল শেখকে উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভোরে খুমেক হাসপাতালে জামাল শেখের মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!