X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনার টিকা নিয়ে সরাইলে নারী আসনের এমপি'র ‘ঢং’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে ‘ফটোসেশন’ করেছেন বলে অভিযোগ উঠেছে সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের বিরুদ্ধে। মহামারি করোনাভাইরাসের থাবায় টানা এক বছর দেশসহ সারাবিশ্ব অবরুদ্ধ থাকার পর এর প্রতিষেধক ভ্যাকসিন গণহারে প্রয়োগের কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে তিনি এ কাণ্ড ঘটান। ভ্যাকসিন না নিয়েও নেওয়ার ভান করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি প্রকাশ পেলে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

অবশ্য সংসদ সদস্য বিষয়টিকে ‘ঢং’ হিসেবে আখ্যায়িত করেছেন। গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘আমি টিকা নেইনি। তবে খেয়াল করলে দেখবেন কাভার লাগানো। নার্সরা ‘ঢং’ করছিল। ওই দিদিটা (নার্সরা) একটু মজা করতেছিল।’

সংসদ সদস্য হিসেবে এমনটা করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি টিকা নেবেন ও দেবেন তাদের দেখানোর জন্য এটা করা হয়েছে। কে ছবি তুলেছে সেটা আমি জানি না। এখন ভেতরে যদি কেউ লুকিয়ে ছবি তোলে তাহলে কী করবো?’

খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিউলী আজাদ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমকে প্রথম টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। তবে তিনি টিকা নেননি। তবে তিনি টিকা না নিয়ে টিকা নেওয়ার ভান করে ফটোসেশন করেছেন বলে শুনেছি।’

/টিএন/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া