X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিরামপুরে ভারতে প্রবেশের সময় একই পরিবারের ৩ রোহিঙ্গা আটক

দিনাজপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৫

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাড়ি দেওয়ার সময় এক শিশুসহ একই পরিবারের তিন রোহিঙ্গাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দেশমা বাজারের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মজিবর হোসেন (২৭), তার স্ত্রী সাদেকুন নাহার (২৪) এবং শিশু রহমত হোসেন (৫)। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন।

স্থানীয় বিনাইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মাকসুদা বেগম জানান, সোমবার সকালে দেশমা বাজার এলাকায় বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তার পাশে এক

শিশুসহ তিন জন বসে আছেন। এ সময় তাদের ঠিকানা জিজ্ঞেস করলে তারা কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘এমন অবস্থায় তাদের উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। স্থানীয় আনোয়ার হোসেনের কাছে তারা রোহিঙ্গা বলে জানান। পরে আমি বিষয়টি স্থানীয় বিনাইল ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে পুলিশ ও বিজিবিকে জানাই।’

বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, তাদের আটকের পর বিষয়টি ২৯ ব্যাটালিয়নের অধিনায়কে জানালে তিনি একজন দোভাষীকে পাঠিয়ে দেন। তাদের স্থানীয় চৌঠা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেন কর্নেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিরামপুর দেশমা এলাকায় শিশুসহ তিন জনের আটকের খবরে একজন দোভাষীকে পাঠিয়ে জানা গেছে তারা রোহিঙ্গা। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছেন তারা ভারতে পালানোর উদ্দেশ্যে সীমান্তে এসেছিলেন। তিনি বলেন, ‘সব আইনি প্রক্রিয়া শেষে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?