X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চাচাশ্বশুরকে হত্যার দায়ে জামাইয়ের ফাঁসি

পিরোজপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮

পিরোজপুরের ইন্দুকানীতে চাচাশ্বশুর রেজাউল করিম হাওলাদার ওরফে রিপনকে হত্যার দায়ে জামাই মো. হাসিবুল ইসলাম ওরফে কাঞ্চনকে (৩৪) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত হাসিবুল আদালতে উপস্থিত ছিলেন। তিনি ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের মো. আবু বকর ব্যাপারীর ছেলে।

বালিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর খোলপটুয়া ওয়ার্ডের সদস্য আবুল হোসেন আবু জানান, কাঞ্চন ব্যাপারীর সঙ্গে চরবলেশ্বর গ্রামের খালেকের মেয়ের কয়েকবছর আগে বিয়ে হয়। তাদের এক সন্তান রয়েছে। কাঞ্চন ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে কাঞ্চনের স্ত্রী মুনিয়া আক্তার তার বাবা খালেকের বাড়িতে চলে যান। কাঞ্চন তার স্ত্রীর সঙ্গে কলহের জন্য চাচাশ্বশুর রেজাউলকে দায়ী করে আসছিলেন।

এরই জেরে ২০১৮ সালের ১৮ নভেম্বর বিকালে রেজাউল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চণ্ডিপুর বাজারে গেলে সেখানে আগেই ওত পেতে থাকা কাঞ্চন তাকে কুঠার দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই মারা যান রেজাউল করিম।

৫ নং চণ্ডিপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা হাওলাদার জানান, ঘটনার পর স্থানীয়রা কাঞ্চনকে ধরে চণ্ডিপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।

এ ঘটনায় ওই দিন রাতেই নিহত রেজাউল করিম হাওলাদারের স্ত্রী নাসরিন আক্তার হাসি বাদী হয়ে কাঞ্চনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুকানী থানার তৎকালীন উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম তদন্ত শেষে ২০১৯ সালের মার্চ মাসে কাঞ্চনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দেন।

     

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা