X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিনে খুলনা জেলায় ভ্যাকসিন নিয়েছেন ৩ হাজার ৩১৫ জন

খুলনা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৪

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন কার্যক্রমের তৃতীয় দিনে ৯ ফেব্রুয়ারি খুলনা অঞ্চলে ৮ হাজার ৪৩৮ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৪২৪ জন ও মহিলা ২০১৪ জন রয়েছেন। ৭ ফেব্রুয়ারি প্রথম দিনে ২১০৪ জন ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে ৩৭৫৫ জন টিকা গ্রহণ করেন।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা জেলায় ৩য় দিনে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন ৩ হাজার ৩১৫ জন। এর মধ্যে পুরুষ ২৫৯০ জন ও নারী ৭২৫ জন।

তিনি জানান, টিকা যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে। ইপিআই কার্যক্রমের দক্ষতা এখানে কাজে লাগানো হচ্ছে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে সক্রিয় রয়েছেন সকলেই।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন,বাগেরহাটে ৩য় দিন টিকা গ্রহণ করেছেন ১ হাজার ২৫৩ জন। এর মধ্যে পুরুষ ৯৬৯ জন ও মহিলা ২৮৫ জন রয়েছেন। তিনি জানান, টিকা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে জেনারেটর প্রস্তুত আছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হোসাইন সাফায়েত বলেন, তার জেলায় ৩য় দিনে ৮৪৯ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছেন পুরুষ ৭২৮ জন ও মহিলা ১২১ জন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ৩য় দিন এখানে ১৩৭৬ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ১০৩৫ জন ও মহিলা ৩৪১ জন রয়েছেন।

নড়াইল সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার জানান, টিকাদান কার্যক্রমের ৩য় দিন এখানে ৭৪০ জন পুরুষ ও ৪০৩ জন মহিলাসহ ১১৪৩ জন টিকা গ্রহণ করেছেন।

মাগুরার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, ৩য় দিনে টিকা গ্রহণ করেছেন ৫০২ জন। এর মধ্যে পুরুষ ৩৬২ জন ও মহিলা ১৪০ জন।


উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা ফার্মা উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ড বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে ভারতের সেরাম ইনস্টিটিউট। বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে উপযোগী এই টিকা বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার সঙ্গে সঙ্গে পেতে তৎপর হয় বাংলাদেশ সরকার। ভারত সরকারের সঙ্গে গভীর লিয়াজোঁ রক্ষা করে বাংলাদেশ সরকার এবং ৩ কোটি ভ্যাকসিন পাওয়ার জন্য সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে বেক্সিমকো ফার্মা। এরপরেও নানা নাটকীয়তা শেষে দেশে প্রথম দফায় ৫০ লাখ ভ্যাকসিন আসে। ঢাকায় ২৭ জানুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সব প্রস্তুতি শেষে গত ৭ ফেব্রুয়ারি (রবিবার) দেশজুড়ে শুরু হয় গণটিকাদান কর্মসূচি। তবে প্রথম দুদিনে ইন্টারনেটে রেজিস্ট্রেশনের কঠিন শর্ত এবং রাজনৈতিক নেতা ও স্বাস্থ্য কর্মকর্তাদের টিকা নেওয়ার চাহিদা থাকায় সাধারণ মানুষ তা গভীরভাবে পর্যবেক্ষণে রাখেন। তারা দেখতে পান, করোনা টিকা গ্রহণকারী কেউ গত দুদিনে অসুস্থ হননি। এর আগে গ্রহণকারীরাও সুস্থ আছেন। ফলে টিকা নিলে ক্ষতির আশঙ্কা নিয়ে যেসব কথা ছড়ানো হয়েছিল সেগুলো যে গুজব তা সাধারণ মানুষ বুঝতে পারে। এদিকে, গণটিকাদান কর্মসূচিকে আরও সহজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৮ ফেব্রুয়ারি) টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ৫৫ থেকে কমিয়ে ৪০ করায় এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়ায় আজ করোনার টিকাদান কেন্দ্রগুলোতে দেখা যায় উপচেপড়া ভিড়। 

/টিএন/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা