X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২০২৩ সালে চাঁদে অবতরণ করবে তুরস্ক: এরদোয়ান

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩২

চাঁদে রকেট পাঠাচ্ছে তুরস্ক। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, ২০২৩ সালে চাঁদে অবতরণ করবে তার দেশ। মঙ্গলবার জাতীয় মহাকাশ কর্মসূচি এবং তুর্কি স্পেস এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন পরিকল্পনার কথা জানান তিনি।

এদিন আগামী ১০ বছরের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেন এরদোয়ান। এরমধ্যে চাঁদে রকেট পাঠানো ছাড়াও মহাকাশ বন্দর তৈরির মতো বিষয়গুলোও রয়েছে।

এরদোয়ান বলেন, ‘২০২৩ সালের শেষের দিকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে আমরা হাইব্রিড রকেট পাঠাবো। আল্লাহতায়ালা চাইলে আমরা চাঁদে যাচ্ছি।’ তুর্কি প্রজাতন্ত্রের ১০০ বছর পূর্তিও হচ্ছে ওই সময়।

এরদোয়ান মহাকাশ বন্দর গড়ে তুলতে চান। তিনি চান তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয়। তিনি বলেছেন, ‘আমি আশা করবো আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে।’

২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয়। সে সময় আর্থিক অনটন চলছিল। তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে। কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি, এর ফলে তুরস্কের মহাকাশ গবেষকরা উপকৃত হবেন এবং মেধা পাচার বন্ধ হবে।

মহাকাশ অভিযানে কত অর্থ খরচ হবে তা জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে এরদোয়ান স্পেসএক্সের প্রধান এলন মাস্কের সঙ্গে কথা বলেছেন। তুর্কি কোম্পানিগুলোকে মহাকাশ অভিযানে সহায়তার অনুরোধ জানিয়েছেন তিনি। স্পেস এক্সের সহযোগিতায় যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের উপগ্রহ টার্কস্যাট ৫এ মহাকাশে গেছে।

এরদোয়ান বলেছেন, ‘আমাদের পা থাকবে মাটিতে, চোখ আকাশে। আমাদের শিকড় থাকবে বিশ্বে, আমাদের ডালপালা থাকবে মহাকাশে।’ সূত্র: ডিডব্লিউ, ডেইলি সাবাহ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা