X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দিনাজপুরের বেশিরভাগ উপজেলা করোনামুক্ত

দিনাজপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২

নতুন সংক্রমন নেই, পুরাতন রোগী নেই অর্থাৎ আপাতত করোনামুক্ত হওয়ার তালিকায় এসেছে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে ৭টি উপজেলা। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রাপ্ত তথ্যে বিষয়টি জানা গেছে। তথ্যানুযায়ী, এই ৭টি উপজেলায় কোনও নতুন সংক্রমন নেই এবং পুরাতন রোগী নেই।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ। তিনি জানান, জেলার অন্য যে ৬টি উপজেলা রয়েছে সেগুলোতেও মোট রোগীর সংখ্যাও মাত্র ১৬ জন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা, চিরিরবন্দর উপজেলা, ফুলবাড়ী উপজেলা, ঘোড়াঘাট উপজেলা, হাকিমপুর উপজেলা, খানসামা উপজেলা ও নবাবগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত কোনও রোগী নেই। এছাড়াও জেলার বাকি ৬টি উপজেলার মধ্যে বিরল উপজেলায় একজন, বীরগঞ্জ উপজেলায় দুই জন, বোচাগঞ্জ উপজেলায় একজন, দিনাজপুর সদর উপজেলায় নয় জন, কাহারোল উপজেলায় একজন ও পার্বতীপুর উপজেলায় দুই জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
সিভিল সার্জন জানান, মঙ্গলবার রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করে ৩ জনের পজিটিভ প্রতিবেদন এসেছে। জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৬৯৮ জন করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন সিংহভাগ অর্থাৎ ৪ হাজার ৫৮২ জন। আর তাদের মধ্যে মারা গেছেন ১০০ জন। বর্তমানে পরীক্ষায় পাওয়া রোগীর সংখ্যা মাত্র ১৬ জন। যার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬জন, বাকিরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এদিকে গত ৭ ফেব্রুয়ারি থেকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলে মোট ১৪টি কেন্দ্রে করোনার টিকা প্রদান করা হচ্ছে।
টিকাদানের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি, দিনাজপুর জেনারেল হাসপাতালে ৮টি ও ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে ২৪টি টিম কাজ করছে। গত মঙ্গলবার পর্যন্ত এই জেলায় ৩ হাজার ৬৩০ জন করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে রবিবার টিকা নিয়েছেন ৭১৭ জন, সোমবার নিয়েছেন এক হাজার ১২৯ জন এবং মঙ্গলবারে নিয়েছেন এক হাজার ৭৮৪ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ