X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অক্সফোর্ডের ভ্যাকসিনে আস্থা ডব্লিউএইচও’র

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করেছে। বুধবার সংস্থাটির বিশেষজ্ঞরা একথা জানিয়েছেন। তারা বলেছেন, এটি ৬৫ বছরের বেশি বয়সীদেরও দেওয়া যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ডব্লিউএইচও’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল খতিয়ে দেখেছে। তাদের অন্তবর্তীকালীন সুপারিশে বলা হয়েছে, সার্বিকভাবে ভ্যাকসিনটি ৬৩ শতাংশ কার্যকর।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যে যেভাবে দুটি ডোজ দেওয়া হচ্ছে তেমনটি করলে ভ্যাকসিনটির কার্যকারিতা আরও বাড়ে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি ক্লিনিক্যাল ট্রায়ালের প্রতিবেদনে দেখা গেছে, অক্সফোর্ডের ভ্যাকসিন হালকা ও মাঝারি রোগের ক্ষেত্রে খুব কম সুরক্ষা দিচ্ছে। দেশটিতে ছড়িয়ে পড়া করোনার একটি নতুন ভ্যারিয়েন্টের কারণে বা পূর্ব সংক্রমণের কারণে ভ্যাকসিনে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে না। এরপর দেশটি অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ শুরুর কাজ স্থগিত করে।

অক্সফোর্ডের বিজ্ঞানীরা এখনও প্রত্যাশা করছেন, ভ্যাকসিন নেওয়ার ফলে মানুষ গুরুতর অসুস্থ হবে না এবং হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়বে না।

ডব্লিউএইচও’র ড. আরেহান্দ্রো ক্রাভিওটো বলেন, যেসব দেশেও নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে সেগুলো অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ না করার কোনও কারণ নেই।

এর আগে সোমবার ডব্লিউএইচও’র কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্স (সিইপিআই)- এর প্রধান রিচার্ড হ্যাটচেট বলেছিলেন, ভ্যাকসিন প্রয়োগ বাতিল করার বিষয়টি খুব তাড়াতাড়িই হয়ে যাচ্ছে। কার্যকরভাবে আমাদের কাছে যা আছে এবং যা সম্ভবত আমরা পারি, তার ব্যবহার করাই গুরুত্বপূর্ণ।

 

 

 

/এএ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন