X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জামদানি কারিগরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজিবুর রহমান (৪৫) নামে জামদানি শাড়ি তৈরির এক কারিগরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ উপজেলার ইলুমদী মদিনাতুল উলুম মাদ্রাসার সংলগ্ন রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে।

বুধবার রাত ৮টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত মজিবুর রহমান স্থানীয় হাইজাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইলুমদী কান্দাপাড়া এলাকার নুরুল হকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বুধবার রাত ৮টার দিকে মজিবুর রহমান ওই এলাকার একটি চায়ের দোকানে চা খেয়ে চলে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেও রাতে তার কোনও সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে ইলুমদী মদিনাতুল উলুম মাদ্রাসার সংলগ্ন রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেন। এ খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মজিবুর রহমানের মেয়ে মারুফা জানান, তার বাবার সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। তিনি একজন সহজ-সরল ব্যক্তি ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় স্বজনরা থানায় মামলা দায়ের করেছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী