X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আপনার সন্তান কার সঙ্গে মেশে তা দেখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৪

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই বয়সে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় যায়, দেখতে হবে তাদের বন্ধুবান্ধব কারা, কোন সমাজে মিশছে, এই জিনিসটা আমাদের দেখতে হবে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ কিশোর-কিশোরী স্বাস্থ্য ও কল্যাণ জরিপ ২০১৯-২০-এর তথ্য প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশব্যাপী এই জরিপ পরিচালনা করে ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেইনিং (নিপোর্ট) এবং টেকনিক্যাল সহায়তা প্রদান করে আইসিডিডিআর,বি’র রিসার্চ ফর ডিসিশন মেকার্স (আরডিএম) প্রকল্প এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডাটা ফর ইম্প্যাক্ট (ডিএফআই)। জরিপে অর্থায়ন করেছে ইউএসএআইডি, যুক্তরাজ্যের দাতা সংস্থা এফসিডিও এবং বাংলাদেশ সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্কুলগামী ছেলেমেয়েদের পরিবার থেকে একটা গাইডেন্স দরকার। পরিবারের বিরাট ভূমিকা থাকে তাদের গাইড করার। সঠিক পথে পরিচালনা করার দিকনির্দেশনা দেওয়ার। স্কুলে শিক্ষকদের দায়িত্ব তাদের গাইড করার। শিক্ষকদেরও তাদের প্রতি সদয় আচরণ করতে হবে। ছেলেমেয়েরা ভুল করবেই, ভুল করেই শিখবে। ভুল না করলে শিখতে পারে না। শাস্তি দিয়ে কাজ হবে না, শাস্তি দেওয়াই বড় বিষয় না। বাবা-মা, বড় ভাই এবং শিক্ষকদের দেখতে হবে যে তারা কাদের সঙ্গে মিশছে। শিক্ষায় সব ধরনের শিক্ষাই দরকার। আমাদের ইতিহাস শিক্ষা খুব দরকার, তাহলে তারা বুঝতে পারবে কারা বন্ধু কারা শত্রু।

তিনি আরও বলেন, ছেলেমেয়ে যখন বড় হয় তখন তাদের প্রতি খেয়াল করা দরকার। তাদের জানা দরকার কীভাবে চলাফেরা করলে তারা ভালো থাকবে। মানুষের অভ্যাসই মানুষকে গড়ে, অভ্যাসই গন্তব্যে নিয়ে যায়। আমাদের ছেলেমেয়েদের স্বাস্থ্য সম্পর্কে ভালো জ্ঞান দিতে হবে। কারণ, স্বাস্থ্য ভালো না থাকলে কোনও কিছুই ভালো থাকবে না। হাইজিন ও পুষ্টি সম্পর্কে ছেলেমেয়েদের জানাতে হবে। ফাস্টফুড না খেয়ে ছেলেমেয়েদের বলতে হবে ব্যালেন্সড ফুড খেতে। কিন্তু আমাদের ছেলেমেয়েরা ফাস্টফুড বেশি খায়, অনেক দোকান হয়ে গেছে। সকালে খালি পেটেই অনেকে চা কফি খায়, এটা একদম উচিত না। আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা টেলিভিশনে দেখে, স্ক্রিনের মধ্যে গোল হচ্ছে। কিন্তু মাঠে খেলছে না, মাঠের আলো বাতাস পাচ্ছে না। আমরা ছেলেমেয়েদের যেভাবে তৈরি করবো তারা বড় হয়ে তা-ই হবে। ভালো ট্রেনিং দিলে ভালো হবে, খারাপ ট্রেনিং দিলে মাদকাসক্ত হয়ে পড়বে। সঙ্গ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তারা ভালো বন্ধুবান্ধবের সঙ্গ পেলে ভালো হবে।

মাদক থেকে ছেলেমেয়েদের দূরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন,  আমাদের দেশে মাদক একটি বড় সমস্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করছেন, অনেক কাজ করছেন এটি নির্মূল করতে। আমাদের পরিবারেরও দায়িত্ব আছে যাতে মাদক থেকে ছেলেমেয়েরা দূরে থাকে।

/এসও/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া