X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভোটের দু’দিন আগে কালকিনি পৌর নির্বাচন স্থগিত

মাদারীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৮

ভোটের মাত্র দুদিন আগে মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। তবে কী কারণে নির্বাচন বন্ধের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন তা জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত অতি জরুরি উল্লিখিত পত্রটি জেলা নির্বাচন কর্মকর্তা ও কালকিনি পৌরসভার সাধারণ নির্বাচন-২০২১ এর রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ করে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়েছে যে, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য নির্ধারিত মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বর্ণিতাবস্থায়, উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো’।

নির্বাচন কমিশনের চিঠি

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন এই আদেশপত্র পাঠিয়েছেন। চিঠিতে নির্বাচন স্থগিতের কোনও কারণ উল্লেখ নেই। তবে চিঠি পাওয়ায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে প্রথমবারের মত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠানের কথা ছিল কালকিনি পৌরসভায়। সেই লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে একাধিক স্থানে ইভিএম-এ ভোট দেওয়ার প্রশিক্ষণও হয়েছে। জনগণ কীভাবে ভোট দেবেন তা শেখানো হয়।

উল্লেখ্য, কালকিনি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ। তবে নৌকা প্রতীকের প্রার্থী এস এম হানিফকে সুবিধা দেওয়ার জন্য দলীয় শীর্ষ পর্যায় থেকে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগের অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় মশিউর রহমান সবুজের সমর্থকদের পক্ষ থেকে থানা ঘেরাও, অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ এবং হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মেনে নেননি সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান সবুজ। তিনিসহ সকল প্রার্থী পুরোদমে শেষ মুহূর্তের প্রচারণায় ছিলেন। কালকিনিতে প্রচারণার শেষ সময়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বৃহস্পতিবার রাতেও মাঠে রয়েছে। ভোটারদের কাছে এই মুহূর্তেও তারা জনসংযোগে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিনা কারণে নির্বাচন বন্ধের ঘোষণায় হতবাক প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কমিশনার প্রার্থী নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি দলের সিনিয়র নেতারা নিজ দলের প্রার্থীকে বাড়তি সুবিধা দিতে এই নির্বাচনে হস্তক্ষেপ করেছেন। এর ফলে আমাদের নির্বাচনের ব্যয় বেড়ে যাবে। এর দায় কে নেবে?

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট