X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্লগার অনন্ত হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটসহ দুজনের সাক্ষ্য

সিলেট প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১১

ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিনের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আলোচিত এই হত্যা মামলায় বুধবার সকালে আদালতে হাজির করা হয় আবুল খায়ের রশিদ আহমদকে এবং শফিউর রহমান ফারাবীকে। তাদের উপস্থিতিতে সাক্ষ্য নেন বিচারক।

আদালত সূত্র জানায়, ব্লগার অনন্ত হত্যা মামলার আসামি মান্নান ইয়াহিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক সাক্ষ্য দেন। তারপরে মামলার পূবালী ব্যাংকের কর্মকর্তা সিরাজুল হক চৌধুরী এই মামলার জব্দ তালিকার সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। তারা দুজন মামলার ১৭ এবং ১৮তম সাক্ষী। এর মধ্য দিয়ে এই চাঞ্চল্যকর মামলায় মোট ১৮জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে। মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম চৌধুরী শাহিন।

আদালত সূত্র জানায়, সিআইডির তদন্তকারী কর্মকর্তা আরমান আলী তদন্ত শেষে সম্পূরক অভিযোগপত্রে ২৯ জনকে সাক্ষী রেখে সন্ত্রাস বিরোধী আইনে ২০১৭ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। আলোচিত এই হত্যা মামলার আসামি মান্নান ইয়াহিয়া, আবুল খয়ের রশিদ আহমদ, শফিউর রহমান ফারাবী, আবুল হোসেন, ফয়সল আহমদ, হারুন অর রশিদকে অভিযুক্ত করে বিচার শুরু হয়। এর মধ্যে মান্নান ইয়াহিয়া কারাগারে থাকাবস্থায় মৃত্যু হয়। বর্তমানে আবুল খয়ের রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী কারাগারে রয়েছেন। আসামি ৩ জনকে পলাতক রেখেই বিচার শুরু হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে ব্লগার অনন্ত বিজয় দাশকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়। সুবিদবাজার এলাকা থেকে কর্মস্থলে ব্যাংকে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি