X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মনোনয়নপত্র দাখিল করেই চেয়ারম্যান-মেম্বার!

চাঁদপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১১

শাপলা মিডিয়ার কর্ণধার ও চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ১৩টি পদের বিপরীতে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম খান ও দলের সমর্থিত ৯ জন ইউপি মেম্বার ও সংরক্ষিত তিন নারী প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন এ ঘোষণা দেন। যদিও বিএনপি বলছে, তাদের হুমকি দেওয়া ও হয়রানির কারণে দলীয় প্রার্থী নির্বাচনে অংশ নেননি।

সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন বলেন, আমরা প্রার্থী দিয়েছিলাম। কিন্তু তিনি নির্বাচনে অংশ না নেওয়াটা ঠিক হয়নি। তবে নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশও ছিল না।

সদর উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তবে পরবর্তীতে তারা মনোনয়নপত্র দাখিল করেননি। শুধুমাত্র চেয়ারম্যান পদে একজন, সাধারণ ইউপি সদস্য পদে ৯ জন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে তিন জন মনোনয়ন দাখিল করেন। পরবর্তীতে শিডিউল অনুযায়ী তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তা বৈধ ঘোষণা করা হয়। অন্য কোনও প্রার্থী না থাকায় নির্বাচনের বিধি মোতাবেক চেয়ারম্যানসহ ১৩ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন চেয়ারম্যান সেলিম খান, ইউপি সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে দুলাল বেপারী, ২ নম্বর ওয়ার্ডে মনির শেখ, ৩ নম্বর ওয়ার্ডে শফিক রাঢ়ী, ৪ নম্বর ওয়ার্ডে হারেস মজুমদার, ৫ নম্বর ওয়ার্ডে হারুনুর রশিদ, ৬ নম্বর ওয়ার্ডে শাহ আলম মাঝি, ৭ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান টিটু, ৮ নম্বর ওয়ার্ডে মো. ফারুক মাঝি ও ৯ নম্বর ওয়ার্ডে জহির হাওলাদার। সংরক্ষিত নারী সদস্য হলেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে হোসনে আরা বেগম বিউটি, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে হাসিনা আক্তার এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সিমা আক্তার।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ