X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ওয়েবিনারে বক্তারা

দেশীয় উদ্যোক্তাদের সামনে আনতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫১

নিজেদের শিল্পকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে নীতিমালা পরিবর্তন ও পর্যালোচনা করতে হবে। এর পাশাপাশি আমাদের অর্থনৈতিক, প্রযুক্তিগত ও মানসিকভাবে শক্তি অর্জন করতে হবে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত ‘সরকারের ভ্রান্ত পলিসির কারণে পিছিয়ে দেশীয় নির্মাণ শিল্প’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে এমন মন্তব্য করেন বক্তারা।

সেমিনার সঞ্চালনা করেন এনার্জি অ্যান্ড পাওয়ারের এডিটর মোল্লাহ আমজাদ হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ‘দেশীয় উদ্যোক্তাদের ক্ষেত্রে যদি পলিসির ঘাটতি থাকে, তাহলে এর দায় আমাদের ঘাড়েই আসে। পলিসির কারণে দেশীয় উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়বে এটা আমরা চাই না। দাতাদের কাছ থেকে টাকা নিতে গিয়ে অনেক সময় নানান শর্ত মানতে হয়। এতে অনেক সময় প্রকল্পের কাজ পিছিয়ে যায়। এজন্য আমাদের অর্থনৈতিক, প্রযুক্তি ও মানসিকভাবে শক্তি অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী দেশীয় উদ্যোক্তাদের ক্ষেত্রে সব সময় উদার। তাই এই নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে।’

জাতিসংঘের ক্লাইমেট ভার্নারেবল ফোরামে বাংলাদেশের বিশেষ দূত আবুল কালাম আজাদ বলেন, ‘নীতিমালাগুলোতে যদি দেশীয় উদ্যোক্তারা যথার্থ সুযোগ পায়, তাহলে তারা অন্য দেশের তুলনায় অনেক ভালো করতে পারবে। একটি টাস্কফোর্স গঠন করে ট্যাক্সের বিষয়ে মূল্যায়ণ করতে পারলে ভালো হবে। কোথায় কোথায় পরিবর্তন দরকার তা আমাদেরই করতে হবে। বিদেশী পরামর্শকরা এমনভাবে কাজ করে তাতে দেশীয় উদ্যোক্তাদের কাজের সুযোগ বন্ধ হয়ে যায়। যারা গাইড করেন তাদের সচেতন থাকতে হবে।’

এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. এমএম মজিদ বলেন, ‘দেশীয় ঠিকাদার কাজ করতে হলে, ট্যাক্স দিতে হচ্ছে। বিদেশি ঠিকাদার ট্যাক্স দিতে হচ্ছে না, এতে কাজের গতি কমছে। স্বচ্ছতা রেখেই সবার ক্ষেত্রেই কিছু বিষয়ে অগ্রাধিকার দিতে হিবে। মূল লক্ষ্য স্বনির্ভর হওয়া।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পলিসি রিসার্স ইনস্টিটিউটের পরিচালক আহসান মনসুর, এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মীর আখতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউথ, এনার্জিপ্যাক ইনফ্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির এমডি প্রকৌশলী রেজওয়ানুল কবীর, জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী খন্দকার আব্দুস সালেক সুফী, বিএএসআই-এর প্রেসিডেন্ট ও ডিকন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম খুরশীদুল আলম।

/এসএনএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা