X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘জীবনে যা লিখেছি, ক্রোধ থেকে লিখেছি’

রাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০০

বিশিষ্ট ইতিহাসবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ‘আমার ছোট্ট জীবনে কী করতে পেরেছি, জানি না। তবে যা লিখেছি ক্রোধ থেকে লিখেছি। আমাদের সময়টি ছিলো ক্রোধের, দ্রোহের, যন্ত্রণার ও প্রেমের। এই কঠিন সময়ে ভালোবাসার বড্ড অভাব হয়। তবে আমি সবার অনেক ভালোবাসা পেয়েছি।’

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত 'বাংলাভাষার ইতিহাস চর্চা: মুনতাসীর মামুনের বিচিত্র ভুবন' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে হেরিটেজ আর্কাইভস ও বাংলাদেশ ইতিহাস সম্মীলনী যৌথভাবে এ দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।

অধ্যাপক মুনতাসীর মামুন আরও বলেন, ‘সম্মাননার জন্য আমি কোনও কাজ করিনি। মরোণোত্তর পুরস্কার ‘তিরস্কার’ স্বরূপ। আমি অনেক ভাগ্যবান, কারণ আমি জীবিত অবস্থায় এমন সম্মাননা পেয়েছি। আমি আজ গর্বিত। জীবদ্দশায় আমাকে নিয়ে আয়োজন হয়, সেটা আমি দেখে যেতে পারছি। আমি কর্মেই মুক্তি খুঁজেছি, কর্মেই আনন্দ খুঁজেছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেরিটেজ আর্কাইভসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মাহবুবর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. চৌধুরী শহীদ কাদের।

দিনব্যাপী সম্মেলনের উদ্ধোধনী সেশনে সম্মানিত অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলরবিদ বঙ্গবন্ধু অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, মুনতাসীর মামুন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তিনি বৃত্ত ভেঙে বের হয়ে এসেছেন ইতিহাস ও মানুষের কাছে। মাঠে ময়দানে গিয়ে আব্দুল করিম সাহিত্য বিশারদ এর  উত্তরসূরির কাজটি করছেন মামুন।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই হেরিটেজ আর্কাইভস এর পক্ষ থেকে অধ্যাপক মুনতাসীর মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তার জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রসঙ্গত, দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের সদস্যসহ তিন শতাধিক ইতিহাস গবেষক অংশগ্রহণ করেন। এতে পাঁচটি সেশনে ১২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন