X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্বামী থাকার পরেও পাচ্ছেন বিধবা ভাতা!

বগুড়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৯

বগুড়ার সোনাতলায় স্বামী গোফফার আলী বেঁচে থাকলেও তার স্ত্রী সুফিয়া খাতুন (৭৯) নিয়মিত নিচ্ছেন বিধবা ভাতা। তার স্বামী গোফফার আলীও বয়স্ক ভাতার কার্ড পেতে ধরনা দিয়ে আসছেন। সমাজসেবা অফিসের কারসাজিতে এ ঘটনা ঘটলেও সংশ্লিষ্টরা এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের পূর্ব তেকানী গ্রামে এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

খোঁজ নিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোনাতলা উপজেলা পূর্ব তেকানী গ্রামের গোফফার আলীর দুই স্ত্রীর মধ্যে সুফিয়া খাতুন দ্বিতীয়। দুই স্ত্রী ছাড়াও চার ছেলে ও তিন মেয়ে রয়েছেন। প্রথম স্ত্রী নিঃসন্তান হওয়ায় সুফিয়া খাতুনকে বিয়ে করেন গোফফার আলী। আইডি কার্ড অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৪২ সালের ১৯ সেপ্টেম্বর। তাদের চার ছেলে শফিকুল ইসলাম, সবিরুল ইসলাম, সুমন মিয়া ও সোহেল মিয়া। মেয়ে গোলেজা, বেলিজা ও বেবী স্বামীর ঘরে রয়েছেন। ছেলেদের মধ্যে শফিকুল ইসলাম ও সোহেল মিয়া আনসার সদস্য। জমিজমা যা ছিল তা যমুনার গর্ভে বিলীন হয়েছে। বাড়ির পাঁচ শতক জায়গা ছাড়া তাদের আর কিছু নেই।

সুফিয়া খাতুন বিধবা ভাতার কার্ড (নম্বর-৪১৬) পেয়েছেন। স্বামীকে মৃত দেখিয়ে তাকে এ কার্ড দেওয়া হয়েছে। তিনি গত ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালে জুন পর্যন্ত অগ্রণী ব্যাংক সোনাতলা শাখা থেকে ছয় হাজার টাকা ভাতা তুলেছেন।

স্বামী গোফফার আলী জানান, তিনি বৃদ্ধ কাজ করার শক্তি নেই। ভুল করে তার স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড হয়েছে। তিনি সরকারের কাছে বয়স্কভাতার কার্ড দাবি করে বলেন, তাহলে তাদের বাকি জীবন ভালোভাবে কাটবে।

উপজেলা সমাজসেবা অফিসের তেকানীচুকাইনগর ইউনিয়নের মাঠ সুপারভাইজার শরিফা আকতার সুমি জানান, সধবা সুফিয়াকে বিধবা ভাতার কার্ড দেওয়ার বিষয়ে তার কিছু জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছেলে সবিরুল ইসলাম দাবি করেন, স্থানীয় রাজনৈতিক দলের কয়েকজন নেতা তার মায়ের আইডি কার্ড ও ছবি নিয়ে যান। পরে মাকে বিধবা ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। মা ব্যাংক থেকে ইতোমধ্যে ছয় হাজার টাকাও উত্তোলন করেছেন। তবে মায়ের কার্ড বাতিল করে বাবা গোফফার আলীকে বয়স্ক ভাতার কার্ড দিলে ভালো হতো।

সুফিয়া খাতুন জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা টাকা দাবি করায় তিনি দীর্ঘদিন বয়স্ক ভাতা থেকে বঞ্চিত। তবে তিনি কীভাবে বিধবা ভাতার কার্ড পেয়েছেন তা বলতে পারেননি।

এ প্রসঙ্গে স্থানীয় তেকানীচুকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শামসুল হক মন্ডল জানান, এটি ভুলক্রমে হয়েছে; পরবর্তীতে সংশোধন করা হবে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, আগের সমাজ সেবা কর্মকর্তা শাহিনুর আফরোজ থাকাকালে ওই নারী বিধবা ভাতার অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি এ উপজেলায় অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। বিষয়টি তাকে কেউ অবহিত করেননি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

তবে এলাকাবাসী বলছে, সুফিয়া খাতুনকে অবৈধভাবে ভাতা দেওয়ার সঙ্গে উপজেলা সমাজসেবা অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা জড়িত। টাকার বিনিময়ে তারা এ অন্যায় কাজটি করেছেন। তদন্ত সাপেক্ষে এ অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া