X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গুজব উড়িয়ে দিয়ে টিকা নিচ্ছে মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৮

করোনার টিকার ব্যাপারে কোনও সন্দেহ পোষণ না করে স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে এটি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেন, ‘একটি পক্ষ গুজব ছড়িয়েছিল। কিন্তু মানুষ সেই গুজব বিশ্বাস করেনি। তাই টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন নিতে মানুষ প্রতিদিন ভিড় করছে।’ 

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী টিকার ব্যাপারে কোনও বিভ্রান্তি সৃষ্টি যেন না হয় এ জন্য গণমাধ্যমকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

মন্ত্রী বলেন, ‘টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনামুক্ত হবে বলে আমরা আশাবাদী।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় দুই সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক খুরশীদ আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ও ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় সংসদ সদস্য সেলিম ওসমান স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘নারায়ণগঞ্জ শহরের কালীর বাজারে নির্মিত আধুনিক ছয়তলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন তিন বছর ধরে পড়ে আছে। এই ভবনে নারায়ণগঞ্জের আইনজীবীরা আসবেন না। এটি আইনমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রহণ করে নারায়ণগঞ্জের মানুষের চিকিৎসার জন্য হার্ট ইনস্টিটিউশন হিসেবে ব্যবহারের দাবি জানাচ্ছি।’ 

সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে কোনও মানুষ হার্টের অসুখে আক্রান্ত হলে তাকে ঢাকায় যেতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যােগ নিয়ে যদি এখানে হার্ট ইনস্টিটিউট নির্মাণ করে, তবে নারায়ণগঞ্জবাসী স্বাস্থ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবেন।’

বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘যেহেতু ভবনটি আইন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, তাই এ ব্যাপারে শিগগিরই ওই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।’ ভবনটিকে স্বাস্থ্য মন্ত্রণালয় হার্ট ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবে বলে মন্ত্রী আশ্বাস দেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জে কুমুদিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চ (কিমস কেয়ার) হাসপাতালটির ভিত্তিপ্রস্তর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী।

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!