X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাটগ্রামের মেয়র হলেন আ. লীগের সুইট

লালমনিরহাট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের রাশেদুল ইসলাম সুইট। তিনি নৌকা প্রতীকে ১২ হাজার ৬১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির একেএম মোস্তফা সালাউজ্জামান ওপেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২২১ ভোট। 

পাটগ্রাম পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার এ ফলাফল ঘোষণা করেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) পাটগ্রাম পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হয়।  

এর আগে লালমনিরহাট পৌরসভার ঘোষিত ফলে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন ১১ হাজার ৩৬ ভোট পেয়ে  নির্বচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৫ ভোট।

এদিকে, ভোট দিয়ে নির্বাচিত করার জন্য লালমনিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন ও পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র রাশেদুল ইসলাম সুইট ভোটারসহ সকল নাগরিককে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

লালমনিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন জয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আজ লালমনিরহাটবাসী আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা আমি আজীবন মনে রাখবো। আমি সবসময় লালমনিরহাটবাসীর পাশে আছি। পাশে থাকবো। তারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি দায়িত্ব গ্রহণ করে সর্বোচ্চ চেষ্টা করবো তাদের পাশে থাকার জন্য। 

পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র রাশেদুল ইসলাম সুইট এক প্রতিক্রিয়ায় জানান, এই বিজয় জনগণের, এই বিজয় গণতন্ত্রের।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন কোথাও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এরপরও দু’একটি ঘটনা ঘটেছে। তবে সার্বিক বিবেচনায় মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে জনগণের বিজয় হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও লালমনিরহাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান বলেন, ‘ভোটগ্রহণের সময়কালে বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া এ বিজয়ের মধ্য দিয়ে ইভিএম মেশিনের বিজয় হয়েছে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’