X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আদালত চত্বরে আইনজীবী প্রহার: ৪ পুলিশ সাময়িক বরখাস্ত

নওগাঁ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬

নওগাঁয় পুলিশ কর্তৃক আইনজীবী প্রহারের ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচি ১৪ দিন পর প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষী চার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে আইনজীবীরা কর্মসূচি প্রত্যাহার করেন। পুলিশ সুপার গঠিত তদন্ত কমিটি এ ঘটনা তদন্ত করে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের কর্মসূচি প্রত্যাহার করা হয়। এদিন বিকাল ৪টায় বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সরদার সালাহ উদ্দিন মিন্টু কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আশফাকুর রহমান রবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি কোর্ট চত্বরে প্রবেশ করার সময় পরিচয় দেওয়ার পরও জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সদস্য আবু সাঈদ মুরাদকে পুলিশ প্রবেশ করতে বাধা প্রদান করে। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে মুরাদের উপর হামলা চালান। রাইফেলের বাটসহ লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করে তাকে মারাত্মক আহত করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনজীবীরা জরুরি সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আদালতের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। এই কর্মসূচির অংশ হিসেবে চার দিন পুরোপুরি কলমবিরতি পালন করেন তারা। পরবর্তী দিনগুলোতে কালোব্যাজ ধারণ, বার ভবনে কালো পতাকা উত্তোলন ও মৌন মিছিলসহ নানা কর্মসূচি অব্যাহত রাখেন।

সেখানে সেদিন কর্তব্যরত পুলিশ সদস্যদের ক্লোজড করে অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল আকতারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। কমিটির তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ