X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধুনটে এমপিপুত্রসহ আ.লীগের শীর্ষ নেতাদের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৬

বগুড়ার ধুনট উপজেলায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন প্রকল্পের ভাগবাটোয়া নিয়ে বিরোধের জেরে স্থানীয় এমপির ছেলেসহ চার নেতাকে বহিষ্কার করায় তৃণমূল নেতাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের অনুরোধ করেছেন। অন্যথায় বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আবদুল হাই খোকন স্বাক্ষরিত পত্রে তাদের বহিষ্কার করা হয়। পরে তা অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে পাঠানো হয়।

বহিষ্কৃতরা হলেন—বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের ছেলে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, অপর সহ-সভাপতি শফিকুল ইসলাম ও সদস্য ইমরুল কাদের সেলিম এবং যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিসন আলম।

বহিষ্কারের পর গত ১৩ ফেব্রুয়ারি দলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। ওই সংঘর্ষে চার পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে। পুলিশ ইতোমধ্যে দু’পক্ষ থেকে ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন (৩৮) ও আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে।

এমপির ছেলেসহ শীর্ষ নেতাদের বহিষ্কারের প্রতিবাদে রবিবার দুপুর ও বিকালে হুকুম আলী বাসস্ট্যান্ড, অফিসারপাড়া এলাকা, চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা, গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি পৗর নির্বাচন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং আওয়ামী লীগের সম্মেলন ও সরকারি বিভিন্ন প্রকল্প ভাগবাটোয়ারা নিয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য

হাবিবর রহমান ও তার অনুসারীদের রাজনৈতিক বিরোধের সৃষ্টি হয়। ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে পরাজিত হওয়ার পর থেকে এই বিরোধ আরও তুঙ্গে উঠে।

তবে টিআইএম নূরুন্নবী তারিক অভিযোগ করেন, ‘এমপি হাবিবর রহমান ও তার ছেলে আসিফ ইকবাল সনি ও তাদের অনুসারীরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহর পক্ষে কাজ করেছেন। এ জন্য তাদের দল থেকে বহিষ্কার করা

হয়েছে।’

তবে পরাজয়ের পর দলের সভাপতি এমন অভিযোগ করলেও এমপির ছেলে আসিফ ইকবাল সনি বলেন, ‘পৌরসভা নির্বাচনে নূরুন্নবী তারিকের নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে

প্রতিটি ওয়ার্ডে নিজের অর্থায়নে জনসভা, নির্বাচনি প্রচারপ্রচারণাসহ রাত-দিন পরিশ্রম করেছি। উপজেলা পরিষদ নির্বাচনেও প্রতিটি গ্রামে গ্রামে রাত-দিন দলের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের নৌকা প্রতীকে ভোট চেয়ে তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছি। বাবা এমপি হাবিবর রহমানকে সঙ্গে নিয়ে শেরপুর ও ধুনট উপজেলার আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করিয়েছি। অথচ রাজনৈতিক প্রতিহিংসায় সুনাম নষ্ট করতে এবং হেয় প্রতিপণ্য করতে একক সিদ্ধান্তে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবৈধভাবে বহিষ্কার করছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।’

মামলার বিষয়ে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ বলেন, ‘আমি পরপর তিনবার

মেয়র নির্বাচিত হয়েছি। অনেক বছর ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সভাপতি নূরুন্নবী তারিক নির্বাচনে পরাজিত হয়ে মিথ্যা মামলায় আমাকে আসামি করেছেন।’

তবে তাদের এসব অভিযোগ অস্বীকার করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবদুল হাই খোকন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা