X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

১১৬০ পদের ৪৫০টিই শূন্য: স্বাস্থ্যসেবা বিপর্যস্ত

ফেনী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১১

জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ফেনীর ১৫ লক্ষাধিক মানুষ। স্বাস্থ্য বিভাগসহ ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীর এক হাজার ১৬০ পদের বিপরীতে ৪৫০টি শূন্য থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসেন দিগন্ত জানান, ফেনীতে প্রায় পাঁচ বছর ধরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকসহ অন্যান্য প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক পদে জনবল সংকট রয়েছে। জেলায় পদের সংখ্যা এক হাজার ১৬০। এর মধ্যে কর্মরত আছেন ৭১০ জন। বিপুল পরিমাণ পদ শূন্য থাকায় দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। কয়েকটি প্রতিষ্ঠান বাধ্য হয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জনবল কাঠামোয় সবচেয়ে বেশি সংকট রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী পদে। এ দুটি শ্রেণিতে প্রায় অর্ধেক জনবলই নেই। জেলায় অফিস সহকারীর ১৯ পদের সবই শূন্য রয়েছে। সাত পরিসংখ্যানবিদের পদ থাকলেও কর্মরত নেই কেউ। সাত স্টোরকিপারের মধ্যে কর্মরত আছেন তিন জন। ৩৫ ফার্মাসিস্টের ৩০ পদই শূন্য। মাঠপর্যায়ে কর্মরত ২০৫ স্বাস্থ্য সহকারীর ১০৫ পদই খালি পড়ে আছে। জেলা স্বাস্থ্য দফতরে তিনজন অফিস সহকারীর পদ থাকলেও কর্মরত নেই কেউ। এছাড়া সিভিল সার্জনের কার্যালয়ে তিন জন মেডিক্যাল অফিসার, একজন পাবলিক হেলথ নার্স ও একজন পুষ্টিবিদের পদ দীর্ঘদিন শূন্য রয়েছে।

সূত্র জানায়, জেলা স্বাস্থ্য বিভাগে প্রথম শ্রেণির চিকিৎসক ও কর্মকর্তার মোট ১৯২টি পদ রয়েছে। এর মধ্যে ৫৬টিই খালি। একজন মেডিক্যাল অফিসার দিয়ে চলছে বক্ষব্যাধি হাসপাতাল। নামমাত্র ট্রমা সেন্টারটি সুবিশাল দালানে দাঁড়িয়ে থাকলেও সেখানে নেই অর্থোপেডিকস কনসালটেন্ট। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ পদের ১৪টিতেই প্রথম শ্রেণির জনবল নেই। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও খালি রয়েছে প্রথম শ্রেণির ১০টি পদ। এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি কনসালটেন্ট ও অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না থাকায় প্রসূতিসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফেনীর স্বাস্থ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির ২৩৪ পদের মধ্যে কর্মরত আছেন ১৭৫ জন। মাত্র দুজন নার্স দিয়ে চলছে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ নার্সের মধ্যে কর্মরত আছেন মাত্র সাত জন। ছাগলনাইয়ায় দ্বিতীয় শ্রেণির ২৮ পদের ১২টিই শূন্য।

জেলায় তৃতীয় শ্রেণির জনবলের প্রায় অর্ধেক শূন্য পড়ে আছে। এখানে ৫১০ জনের মধ্যে কর্মরত আছেন মাত্র ২৮৬ জন। শূন্য রয়েছে ২২৪টি। ফেনী জেনারেল হাসপাতালে এই শ্রেণির ৩৯ পদের ২০টি খালি রয়েছে। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য বিভাগে ৯২টির ৪৫ পদ খালি। একইভাবে ছাগলনাইয়ায় ৭৪টির মধ্যে ৩৪, দাগনভূঞায় ৮২টির মধ্যে ২৯, পরশুরামে ৪৬টির মধ্যে ৩১ এবং সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৬ পদের ৩১টিতে কোনও জনবল কর্মরত নেই। তৃতীয় শ্রেণিতে বক্ষব্যাধি হাসপাতাল ও ট্রমা সেন্টারে নয়টি পদ থাকলেও হাসপাতাল দুটিতে কেউ কর্মরত নেই। মঙ্গলকান্দিতে ২৫ শয্যার হাসপাতাল নির্মাণের চার বছরেও কোনও পদ সৃষ্টি করা হয়নি। বক্ষব্যাধি ক্লিনিকে আট পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ২২৪ পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১১৩ জন। বাকি ১১১টি শূন্য। এ শ্রেণিতে অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, মালি, ওয়ার্ডবয়, আয়া, দারোয়ান ও বাবুর্চির মতো গুরুত্বপূর্ণ পদ রয়েছে। জেলায় ১৩ জন বাবুর্চির পদ থাকলেও দীর্ঘদিন সেগুলো শূন্য পড়ে আছে। এছাড়া ৭০ অফিস সহায়কের মধ্যে কর্মরত মাত্র আট জন। ২৯ পরিচ্ছন্নতাকর্মীর ২৬ পদ খালি। ১৩ দারোয়ানের মধ্যে কর্মরত আছেন একজন। ১৭ জন ওয়ার্ডবয়ের মধ্যে ১৩ পদে কেউ নেই। ১৩ আয়া পদে কাজ করছেন তিন জন। বক্ষব্যাধি হাসপাতাল ও ট্রমা সেন্টারে ১৪ পদের সবই শূন্য রয়েছে।

ফেনী জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন দিগন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনবল সংকটের বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। কয়েকটি পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক জনবল নিয়ে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এতে সংকটের সাময়িক উত্তরণ হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক