X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উহানে করোনার ব্যাপক সংক্রমণের ইঙ্গিত পেয়েছে ডব্লিউএইচও মিশন

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)- এর তদন্ত দল ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের চিহ্ন পেয়েছে। যে সংক্রমণ ছিল আগের ধারণার চেয়ে ব্যাপক। তদন্ত দলের পক্ষ থেকে শহরটির কয়েক হাজার রক্তের নমুনা পরীক্ষার জন্য চীনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই সুযোগ তারা পাননি। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিটিভি নিউজ এখবর জানিয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান থেকেই করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে দাবি করে আসছেন অনেক বিজ্ঞানী। তবে চীন বরাবরই সে দাবি উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, আমদানি করা ফ্রোজেন খাবার থেকেই ছড়িয়েছে এ ভাইরাস। করোনাভাইরাস আসলে কোথা থেকে উদ্ভূত হয়েছিল এবং কীভাবে এটি ছড়িয়ে পড়ে সে বিষয়ে তথ্য সংগ্রহ এবং সন্ধানের অংশ হিসেবে সম্প্রতি চীনে যায় ডব্লিউএইচও’র আন্তর্জাতিক তদন্ত দল। দুই সপ্তাহের কোয়ারেন্টিন শেষ করে আনুষ্ঠানিক তদন্তে নামে তারা।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুসারে, দুনিয়াজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ২৪ লাখ ১১ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে আট কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬০০ জন।  তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।

ডব্লিউএইচও মিশনের প্রধান তদন্তকারী পিটার বেন এমবারেক জানান, ২০১৯ সালের সংক্রমণ যে তথ্য পাওয়া গেছে তাতে সংক্রমণ আরও ব্যাপক ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। ওই বছরের ডিসেম্বরেই করোনার কয়েকজন স্ট্রেইন বিদ্যমান ছিল।

তিনি জানান, মিশনের পক্ষ থেকে চীনের কর্মকর্তারা যে ব্যক্তিকে প্রথম শনাক্ত হওয়া আক্রান্ত ব্যক্তি বলেছেন তার সঙ্গে কথা কথা বলার সুযোগ পেয়েছেন তারা। ৪০ বছরের ওই অফিস কর্মীর কোনও ভ্রমণ ইতিহাস ছিল না এবং ৮ ডিসেম্বর তিনি আক্রান্ত বলে শনাক্ত হন।

এমবারেক বলেন, ডিসেম্বরেই ব্যাপক আকারে উহানে ছড়ায় করোনাভাইরাস। এটি ছিল আমাদের অনুসন্ধানে পাওয়া নতুন তথ্য।

তদন্ত দলে কাজ করছেন অস্ট্রেলীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডমিনিক ডোয়ের। রয়টার্সকে তিনি জানান, তাদের তদন্ত দলের পক্ষ থেকে চীনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছিল তারা যেন ২০১৯ সালের ডিসেম্বরে উহানে আক্রান্ত ১৭৪ জনের মূল তথ্যগুলো সরবরাহ করেন। তবে চীন সে অনুরোধে সাড়া দেয়নি বলে আক্ষেপ জানান ডমিনিক। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে শুধু ওই রোগীদের তথ্যগুলো সারমর্ম আকারে সরবরাহ করা হয়েছে। ওইসব রোগীকে আলাদা করে কী কী প্রশ্ন করা হয়েছিল, তাদের জবাব কী ছিল এবং তাদের উত্তরগুলো কিভাবে বিশ্লেষণ করা হয়েছে তার বিস্তারিত জানানো হয়নি।

 

/এএ/
সম্পর্কিত
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী