X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘সেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৮

সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বারবার কেন সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে, এ প্রশ্নের জবাব আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। আপনারা বুঝে নেন, খুঁজে নেন, কেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হচ্ছে। কারণ, এই সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আমার কারণে আমার প্রতিষ্ঠান, আমার অরগানাইজেশন বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের সরকার যেন কোনোভাবে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন আছি।’

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আর্মি অ্যাভিয়েশন গ্রুপে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে এটি দেশের ও জাতির গর্ব। এই বাহিনীকে নিয়ে নানান ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা চলছে। যাতে করে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আপনাদের আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সেনাবাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং ওয়েল মোটিভেটেড একটা ফোর্স, একইসঙ্গে আগের থেকে অনেক বেশি সুসংহত।

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের দাবি করে তিনি বলেন, দেশের মানুষ তাদের তথ্য প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

জেনারেল আজিজ বলেন, ‘সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত ইফেকটিভ এবং প্রতিটি সদস্য ঘৃণাভরে এ ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। অতীতে করেছে, এখনও করছে এবং বর্তমানে যা আছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে যাচ্ছে। আমাদের চেইন অব কমান্ডের যারা আছে, তারা সবাই এ বিষয়ে সতর্ক রয়েছে। আমি আপনাদের আশ্বাস দিতে চাই, সেনাবাহিনীর চেইন অব কমান্ডে এ ধরনের অপচেষ্টা কোনও আঁচ ফেলতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। সংবিধানকে সুসংহত রাখতে অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশ সরকারের প্রতি অনুগত। বাংলাদেশ সরকারের যেকোনও আদেশ-নির্দেশ পালনে সদা প্রস্তুত। বাংলাদেশের যেকোনও সমস্যা, সেটা অভ্যন্তরীণ তা বহির্বিশ্বের, যেকোনও সমস্যা হোক, সেটি মোকাবিলার জন্য আমরা সাংবিধানিকভাবে শপথবদ্ধ।’

আল-জাজিরায় পরিবারের সদস্যদের বিষয়ে প্রচারিত ডকুমেন্টারি বিষয়ে তিনি বলেন, যদি কোনও অপরাধ থেকে কেউ বা সাজা থেকে অব্যাহতি পায়, তাহলে তাকে আর সে বিষয়ে অপরাধী গণ্য করা যায় কিনা? আমার ভাইদের সম্পর্কে যে অপপ্রচার চালানো হচ্ছে তার ব্যাখ্যা আছে। খুব শিগগিরই পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আপনাদের জানানো হবে। আমি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তির বিষয়ে সম্পূর্ণ সচেতন। কী করলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, কী করলে আমার দায় দায়িত্ব খর্ব হতে পারে সে বিষয়ে আমি ওয়াকিবহাল।

সেনাপ্রধান বলেন, ‘আমি আমার ভাইয়ের সঙ্গে যখন মালয়েশিয়ায় দেখা করেছি, তখন তার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। যে একটি ষড়যন্ত্রমূলক মামলা ছিল, সেখান থেকে সে তখন অব্যাহতিপ্রাপ্ত। সে অব্যাহতি পেয়েছে মার্চে, আমি এপ্রিলে মালয়েশিয়ায় গিয়েছি। ফলে যে অপপ্রচার আল-জাজিরা চালাচ্ছে, তা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করেছে। যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে, সেদিন তার বিরুদ্ধে না কোনও মামলা ছিল, না কোনও সাজা ছিল।’

তিনি দাবি করেন, ‘তারা বিভিন্ন জায়গা থেকে কাটপিস সন্নিবেশিত করতেই পারবে, কিন্তু তাদের উদ্দেশ্য হাসিল হবে না।’

এ সময় সাংবাদিকদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের কলমের মাধ্যমে জবাব দিয়েছেন। সেজন্য আমি কৃতজ্ঞ। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কিছু করার হয়তো থাকবে না, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থা যারা আছেন তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’

সম্প্রতি কাতারের টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামে একটি ডকুমেন্টারি প্রচার হয়। ডকুমেন্টারিতে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগ ওঠে। এ ঘটনায় চ্যানেলটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণসহ দেশে এর সম্প্রচার বন্ধেরও দাবি উঠেছে।

আরও পড়ুন:
আল জাজিরার প্রতিবেদন মিথ্যা, কাল্পনিক: সেনাবাহিনীর বিস্তারিত ব্যাখ্যা
আল জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়
আল জাজিরার রিপোর্ট লন্ডনভিত্তিক ষড়যন্ত্রের অংশ: কাদের
সরকার বাংলাদেশে আল জাজিরা সাইট ব্লক করে দিয়েছে: রিজভী
আল জাজিরার তথ্যচিত্র মন্দ সাংবাদিকতার দৃষ্টান্ত

 

/ইউআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া