X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মন্ত্রীর স্ত্রী পরিচয়ে বিচারককে হুমকি, আটক ১

জামালপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৬

জামালপুরে মন্ত্রীর স্ত্রীর পরিচয়ে আদালতে ব্যক্তিগত কক্ষে (খাস কামরা) প্রবেশ করে এক বিচারককে হুমকি দেওয়ায় এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জজ কোর্টের অতিরিক্ত সহকারী জজ আদালতে এই ঘটনা ঘটে। জামালপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটক নারীর নাম আরিফা বেগম (৩৫)। তিনি জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী।

মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘গত সোমবার সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিঞার নাতির পরিচয়ে শফিকুল ইসলাম জামালপুরের অতিরিক্ত সহকারী জজ আদালতের বিচারক একেএম সিফাতুল্লাহকে ফোন করেন। ফোনে তিনি একটি মামলার আদেশ কী হয়েছে তা জানতে চেয়ে হুমনি দেন। এরপর থেকে শফিকুল ইসলাম ছাড়াও এক নারী বার বার ফোন করে হুমকি অব্যাহত রাখেন।’

তিনি আরও জানান, এ ঘটনার পরের দিন মঙ্গলবার অতিরিক্ত সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার দুপুরে আরিফা বেগম নামে ওই নারী সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি নিজেকে মন্ত্রীর স্ত্রী পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে কেন জিডি করা হয়েছে জানতে চেয়ে হুমকি দিতে থাকেন। পরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকসহ কয়েকজন বিচারক ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর কোর্ট পুলিশের মাধ্যমে আটক করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান বাদী হয়ে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা