X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহী বাস খালে, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩২

সিলেট-কুমিল্লা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস খালে পরে যাওয়ায় ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় বাসযাত্রীদের আহত অবস্থায় বের করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশসহ সংশ্লিষ্টরা।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তফা মহসিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। বাসের ভেতরে তল্লাশি করা হয়েছে। কোনও যাত্রী পাওয়া যায়নি। তবে বাসের নিচে কেউ আছে কিনা তা বাসটি উদ্ধারের পর জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শাখাওয়াত হোসেন জানান, দিগন্ত পরিবহনের লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনায় ১০ জন আহত হলেও কেউ মারা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। এ ঘটনায় কেউ নিহত হননি। কয়েকজন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক