X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভয় কাটিয়ে টিকা নেওয়া তামিম উৎসাহ জোগালেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৭

করোনার ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মনে ভয় ছিল। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের অবস্থাও ছিল একই। এমনকি বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালও ছিলেন আতঙ্কগ্রস্ত। তবে শেষ পর্যন্ত ভ্যাকসিন নিয়ে অন্যদের উৎসাহ দিলেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকালে শুরু হয়েছে ক্রিকেটারদের ভ্যাকসিনেট করার এই কার্যক্রম। এই কার্যক্রমে সবার আগে টিকা নিয়েছেন সৌম্য সরকার। এরপর নিয়েছেন তামিম ইকবাল। ভ্যাকসিন নেওয়া শেষে তামিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দেখেন ভয় অবশ্যই ছিল, এটা অস্বীকার করবো না। সবার মনেই থাকতে পারে। জিনিসটা সম্পর্কে ধারণা থাকলেও সুবিধা হয়। আমরা ভাগ্যবান যে আমরা ভ্যাকসিন পেয়েছি। আপনারা যদি ভ্যাকসিন নিয়ে জানাতে পারেন, সবাই ভ্যাকসিন সম্পর্কে ধারণা পেয়ে নিতে আসবে। তাতে করে ভয় জিনিসটা সবারই কমে যাবে। আমিও ভীত ছিলাম। যখন প্রথম অ্যাপ্রোচ হয়েছিল, তখন আমিও শিওর ছিলাম না নেবো কী নেবো না। কিন্তু বিসিবির বিভিন্নজন বুঝিয়েছে, তখন নিশ্চিত হয়ে নিয়ে নিলাম। আশা করি, সবাই ভয়-ডরহীন ভাবে ভ্যাকনিস নেবেন।’

সরকারকে ধন্যবাদ দিয়ে তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে এই পুরো জিনিসটাই যেভাবে বাংলাদেশ সরকার করছে, এটা আসলে উৎসাহিত করার মতোই। আসলে আমরা বিভিন্ন ধরনের নেতিবাচক কথাগুলো সবসময় তুলে ধরি, কিন্তু এই একটা জিনিস আমার কাছে মনে হয় যে ইতিবাচক জিনিসটা আমাদের শেয়ার করা উচিত।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে তামিম আরও বলেছেন, ‘যারা এটার মধ্যে সম্পৃক্ত আছেন তাদেরকে আমি আমার তরফ থেকে স্যালুট দেবো। এটি দারুণ একটি অভিজ্ঞতা। শুধু আমার জন্য নয়, আমার যারা বন্ধু-বান্ধব আছে, পরিবারের সদস্য যারা নিজে থেকে নিবন্ধন করে গেছে এবং নিয়েছে, তাদেরও পুরো প্রক্রিয়াটা খুবই ভালো। এই প্রক্রিয়ার সঙ্গে যারাই সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানানো উচিত। বিশেষ করে, আমাদের প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তিনি আমাদের সবার জন্য দারুণ এই উদ্যোগ নিয়েছেন। উনাকে অনেক ধন্যবাদ।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী