X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ‘উপহার’ ফ্ল্যাট ও ২৫ লাখ টাকা পেলেন শাম্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ফ্ল্যাট ও ২৫ লাখ টাকার চেক শাম্মী আক্তারের হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে এই ‘উপহার’ পেয়ে আপ্লুত তায়াকোয়ান্দো খেলোয়াড়।

২০১০ সালের ঢাকা এসএ গেমসে তায়কোয়ান্দোতে সোনা জিতেছিলেন শাম্মী আক্তার। অন্য প্রতিযোগিতায়ও সাফল্য কম পাননি। কিন্তু ২০১৮ সালে স্বামী সাইফুল ইসলামের মৃত্যুর পর বেশ কিছুদিন ধরে দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন শাম্মী। বিষয়টি গণমাধ্যমে আসলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধামন্ত্রীকে তার দুরবস্থার কথা অবহিত করেন। সেই ফলশ্রুতিতে এই ‘উপহার’ পেলেন শাম্মী।

ফ্ল্যাটের চাবি ও ২৫ লাখ টাকার চেক নেওয়ার সময় শাম্মী আপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। তিনি আমাকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আমাকে ২৫ লাখ টাকা ও একটি ফ্ল্যাট দিয়েছেন। এটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে সার্বিক সহযোগিতার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

এ সময়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে-দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশেই থাকেন। তিনি ক্রীড়াঙ্গনের প্রকৃত অভিভাবক। করোনাকালেও আমরা খেলোয়াড়দের সর্বোচ্চ সহযোগিতা করেছি। আশা করি, ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।’

এর আগে গত বছরের ১৮ নভেম্বর যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ তায়কোয়ান্দো খেলোয়াড় শাম্মী আক্তারকে আর্থিক সহায়তা করেছিলেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ