X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৪০৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং শনাক্ত হয়েছেন ৪০৬ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন আট হাজার ৩৩৭ জন এবং শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৬৭৪ জন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩৬ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯০ হাজার ৪৬৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৪৩৮টি, নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২৩২টি। এখন পর্যন্ত দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ২২ হাজার ৪৮৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৩৬ হাজার ৪৭৭টি, বেসরকারি ব্যবস্থাপনায় আট লাখ ৮৬ হাজার ১২টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ২ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৬ হাজার ৩১১ জন, আর নারী মারা গেছেন ২ হাজার ২৬ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৭০ শতাংশ, আর নারী ২৪ দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব আছেন ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ১ জন, আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ১ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানায়, মৃত ৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন ও বরিশাল বিভাগের আছেন একজন। ৮ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪২৩ জন ও ছাড়া পেয়েছেন ২৮৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন মোট ৬ লাখ ২৪ হাজার ৮৪৯ জন এবং ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ৯২ হাজার ৬৫৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩২ হাজার ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যোগ হয়েছেন ৩১ জন এবং ছাড়া পেয়েছেন ৫৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে মোট যুক্ত হয়েছেন এক লাখ ৪৪ জন এবং ছাড়া পেয়েছেন ৯০ হাজার ৬৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৯৮১ জন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়