X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফাইজারের টিকার প্রথম ডোজ ৮৫ শতাংশ কার্যকর: ইসরায়েলি গবেষণা

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৩
image

ফাইজার/বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ ৮৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছেন ইসরায়েলের গবেষকরা। দেশটির একটি হাসপাতালে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণের ভিত্তিতে এমন দাবি করেছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা্ রয়টার্স জানিয়েছে ল্যানসেট সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করার কথা রয়েছে।

নিয়ম অনুযায়ী, মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের টিকার প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা। দুই ডোজে ৯৫ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয় বলে দাবি করা হয়ে থাকে। তবে ভ্যাকসিন সরবরাহজনিত বিলম্বকে কেন্দ্র করে কোনও কোনও দেশের সরকার আপাতত এক ডোজ করে টিকা দিয়ে বেশি মানুষকে সুরক্ষার আওতায় আনার চেষ্টা করছে। সম্প্রতি কানাডার গবেষকরাও দাবি করেছেন, এক ডোজ তৈকেই উচ্চ মাত্রার সুরক্ষা নিশ্চিত হয় এবং দ্বিতীয় ডোজ প্রয়োগে বিলম্ব করা যেতে পারে। তবে সমালোচকদের অনেকের দাবি, এক ডোজ টিকা নেওয়ার পর পর্যাপ্ত ইমিউনিটি তৈরি হয় না।

বিশ্বজুড়ে এ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সেবা মেডিক্যাল সেন্টারের ৭ হাজার ২১৪ জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে গবেষণা করেছেন ইসরায়েলি বিজ্ঞানীরা। এসব  স্বাস্থ্যকর্মী জানুয়ারিতে ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছেন। গবেষণায় দেখা গেছে, ১৫ থেকে ২৮ দিনের মধ্যে উপসর্গযুক্ত কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঝুঁকি ৮৫ শতাংশ কমেছে। আর উপসর্গহীন রোগসহ সব মিলে  সংক্রমণের ঝুঁকি কমেছে ৭৫ শতাংশ।

অবশ্য, গবেষকরা জানিয়েছেন, তারা যেসব স্বাস্থ্যকর্মীকে নমুনা হিসেবে নিয়েছেন, তাদের বেশিরভাগই তরুণ ও স্বাস্থ্যবান। এখানে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা খুব একটা নেই।

নতুন এ গবেষণা প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার। বিশ্বে আসলেই ভ্যাকসিনটির কার্যকারিতা কেমন তা নিয়ে নিজস্ব গবেষণা চলছে বলে জানিয়েছে তারা।করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা কেমন তা জানতে ইসরায়েলি গবেষণার তথ্য সহায়ক হবে বলে আশা করছে ফাইজার।

সম্প্রতি ফাইজারের ভ্যাকসিনের এক ডোজ নেওয়ার পর কোভিড-১৯ থেকে ৯০ শতাংশ সুরক্ষা মিলছে বলে দাবি করেছিলেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। ইসরায়েলে পরিচালিত গণটিকা কর্মসূচি সংক্রান্ত ডাটা বিশ্লেষণের মধ্য দিয়ে ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা বলেছেন, প্রথম ডোজ নেওয়ার ২১ দিনের মধ্যে এ সুরক্ষা নিশ্চিত হয়।

/এফইউ/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী