X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনি মাইকিংয়ে অতিষ্ঠ জয়পুরহাট পৌরবাসী

জয়পুরহাট প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭

পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জয়পুরহাট পৌর নির্বাচন। গত ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে প্রচারণা। প্রতিদিন দুপুরের পর প্রার্থীদের পক্ষে শুরু হয় মাইকিং, চলে রাত ৮টা পর্যন্ত। এবারের নির্বাচনে মেয়র ও কাউন্সিলরসহ ৯০ প্রার্থীর প্রচারণা মাইকের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন জয়পুরহাট পৌরবাসী। তাদের মতে মাইকিং করা হলেও শব্দ কমানো প্রয়োজন। বিশেষ করে আবাসিক ও হাসপাতাল এলাকায় প্রচারণা মাইকের শব্দ কমানোর জোর দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, ২০ দশমিক ৭২ বর্গকিলোমিটার আয়তনের জয়পুরহাট পৌরসভার জনসংখ্যা প্রায় দুই লাখ। ভোটার সংখ্যা ৫২ হাজার ৪৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ২৬ হাজার ৮৫৬ এবং পুরুষ ভোটার ২৫ হাজার ৬৭১ জন। এবারের পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ছাড়াও জামায়াতের স্বক্রিয় এক স্বতন্ত্র প্রার্থীসহ চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৭০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন নারী প্রার্থী নির্বাচনি মাঠে লড়ছেন। দুপুরের পর ভোটের আহবান জানিয়ে ৯০ জন প্রার্থীর পক্ষে ৯০ মাইকে চলছে প্রচারণা। ভোটারদের আকৃষ্ট করতে বাজানো হচ্ছে প্যারোডি গানও। এতে চরমভাবে শব্দদূষণ ঘটছে।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ এ নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প-এই পাঁচটি এলাকা চিহ্নিত করে শব্দের মানমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিধিমালায় নীরব এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ এবং শিল্প এলাকায় দিনে ৭৫ এবং রাতে ৭০ ডেসিবেল শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেওয়া আছে।

কিন্তু জয়পুরহাট পৌরসভায় তা মানা হচ্ছে না। শব্দ নিয়ন্ত্রণে রাখার কথা বলা হলেও দুপুরের পরই এলাকা প্রকম্পিত করে প্রচারণার পাশাপাশি বিকট শব্দে নির্বাচনি গান বাজানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী গড়ে ১০ জন করে থাকায় মাইকের সংখ্যা বেড়ে গেছে। পৌরসভার প্রতিটি সড়কে মাইকের উচ্চ শব্দে নির্বাচনি প্রচারণায় কান ঝালা-পালা মহল্লাবাসীর। বিশেষ করে সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। এছাড়া ক্লিনিক ও হাসপাতালের রোগীদেরও সমস্যা হচ্ছে।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবুজনগর মহল্লার ৮ম শ্রেণির শিক্ষার্থী আরিফ ইশতিয়াক শোভন অভিযোগ করেন, ‘মাইকের উচ্চ শব্দের কারণে পড়তে পারি না। দুপুরের পর থেকে মাইকের শব্দে কানে তালা লেগে যায়।’

জয়পুরহাট বাস স্ট্যান্ড হাউজিং এস্টেট এলাকার মুগ্ধ নামের তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীর অভিভাবক জান্নাতুল ফেরদৌস মৌসুমী বলেন, ‘করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুদের বাসায় প্রাইভেট দিয়েছি। কিন্তু নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে মাইকের শব্দে বাসায়ও পড়ানো যাচ্ছে না। প্রতিদিন দুপুরের পর এ এলাকায় ৮-১০টি মাইক প্রচারণায় নামে। তখন কানে কথা শোনা যায় না।’

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সরদারপাড়া আলহেরা সড়ক মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক আফরোজা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুপুর থেকে তাদের মহল্লায় বিকট শব্দে একসঙ্গে ৫-৭টি মাইকে প্রচারণা চলে। সেই সঙ্গে গানও বাজায়। নামাজের সময়ও মানে না তারা। শব্দের তীব্রতায় মনে হয় বাড়ি ছেড়ে চলে যাই। অথচ শব্দ কমে গেলে কোনও সমস্যা হওয়ার কথা নয়।’

শহরের হাসপাতাল মোড়ের বাসিন্দা সুজন হোসেন বলেন, মাইকের শব্দে আমরাইতো অতিষ্ঠ, সেখানে রোগীদের অবস্থা কি হতে পারে বুঝতেই পারছেন।

জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডা. জোবায়ের গালীব বলেন, ‘নিয়মিত শ্রবণে সাধারণত ৬০ ডেসিবেল শব্দের তীব্রতায় মানুষ সাময়িক বধির হয়। সেখানে ১০০ ডেসিবেল শব্দ হলে মানুষ স্থায়ী বধির হতে পারে। এছাড়া শব্দের তীব্রতা শিশুদের মস্তিষ্কে আঘাত করে। শব্দদূষণ তিন বছরের কম বয়সের শিশুদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। এতে শিশুদের ক্ষতি বেশি হয়।’

জেলা নির্বাচন অফিসার ও জয়পুরহাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘পৌরসভা আয়তনে ছোট হলেও এবার মেয়রসহ কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৯০ জন।’ প্রচারণায় শব্দদূষণ যেন না হয়, সেজন্য বিধি অনুযায়ী প্রার্থীদের মাইক ব্যবহার করার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)