X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ধুনটে পাঁচ বছরের শিশুকে গলাকেটে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৫

বগুড়ার ধুনটে তৌহিদ সরকার নামে পাঁচ বছরের এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাড়ির শয়নকক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এসময় বাড়ি থেকে রক্তমাথা বটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা এ বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে পুলিশের ধারণা ঘটনার সঙ্গে পরিবারের কেউ জড়িত থাকতে পারে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধুনট উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের আবদুল গফুর সরকার গত আড়াই বছর ধরে মালয়েশিয়া চাকরি করছেন। স্ত্রী দুলালী খাতুন দুই ছেলে সজিব সরকার ও তৌহিদ সরকার, শ্বশুর-শাশুড়ি ও দেবরকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার সকালে পরিবারের সবাই জমিতে কাজ করতে যান। বেলা ১১টার দিকে দুলালী খাতুন বাড়িতে এসে ঘরের বিছানায় ছেলে তৌহিদের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পিয়াস পারভেজ তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাথা একটি বটি জব্দ করা হয়।

শিশুর মা দুলালী খাতুন জানান, সকালে তিনি শাশুড়ির সঙ্গে বাড়ির কাজে জমিতে ছিলেন। তৌহিদ একাই ঘরে ঘুমাচ্ছিলো। তিনি বাড়িতে ফিরে ছেলে তৌহিদের গলাকাটা লাশ দেখতে পান।

শিশুটির চাচা সোলায়মান সরকার জানান, তিনি গলাকাটা অবস্থায় ভাতিজা তৌহিদকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা তারা কেউ এ হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই বলতে পারেননি।

 

/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন