X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাত পেসার নেওয়ার কারণ জানালেন নান্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৩

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে ছিল পাঁচ পেসার। কিন্তু দুই টেস্টেই মাত্র একজন বিশেষজ্ঞ পেসার খেলানো হয়েছিল। এ নিয়ে সিরিজ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান ক্ষোভ ঝেরেছিলেন। টিম ম্যানেজমেন্টের কাছে বোর্ড সভাপতি জানতে চেয়েছেন, স্কোয়াডে ৫ পেসার থাকতেও একাদশে কেন এক পেসার? তার ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি। তার মাঝেই নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ২০ জনের স্কোয়াডে ৭ জন পেসার রেখেছেন নির্বাচকরা। যার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে পেসার হিসেবে রয়েছেন- তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার। শুক্রবার কক্সবাজারে প্রধান নির্বাচক দলে এই সাত পেসার নেওয়ার ব্যাখ্যায় বলছেন, 'করোনার জন্য একটু বড় স্কোয়াড দিতে হয়। ওখানে কোয়ারেন্টিন শেষ করে ক্যাম্প যখন শুরু হবে, তখন সব খেলোয়াড়ের ফিট থাকার ব্যাপার আছে। এজন্য স্কোয়াড বড় করেছি। কারো ইনজুরি কিংবা কোনও সমস্যা হলে নতুন করে কাউকে ওই সময় নেওয়া কঠিন। ওরা যে সিস্টেম করেছে, তাতে কেউ আসতে পারবে না এবং যেতে পারবে না। এখন যারা একসাথে যাবে, তাদের একসাথেই আসতে হবে।'

এর পরেই তিনি আরও যোগ করে বলেছেন, 'দুই ফরম্যাটেই অনেক খেলা আছে। এজন্য স্কোয়াড বড় করা। যেহেতু ঘরোয়া ক্রিকেট পুরোপুরি শুরু করতে পারিনি।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। তবে প্রথমবার সুযোগ পেয়েছের নাসুম আহমেদ। তাইজুলের বাদ পড়া এবং নাসুমের দলে ঢোকা প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, 'টেস্ট ক্রিকেটে এখন তাইজুলকে বেশি খেলানোর চিন্তাভাবনা করছি। নাসুমকে তো টি-টোয়েন্টি ফরম্যাটের ভাবনায় রেখেছি। ঘরোয়াতেও ওর পারফরম্যান্স যথেষ্ট ভালো। আশা করছি, আন্তর্জাতিক অঙ্গনে নাসুম নিজেকে মেলে ধরতে পারবে।'

এদিকে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে ফিরেছেন। তাদের দলে নেওয়ার ব্যাখ্যায় নান্নু বলেছেন, 'মোসাদ্দেককে নেওয়া হয়েছে ব্যাকআপ খেলোয়াড় হিসেবে। যেহেতু ব্যাটিং বোলিং পারে, অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্ট মনে করলে ওকে খেলাবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন