X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দহগ্রাম দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, শিশুসহ আটক ১২

লালমনিরহাট প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিনবিঘা করিডোর হয়ে দহগ্রাম সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে অপ্রাপ্তবয়স্ক ছয় শিশুকে পাটগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হান আলী, থানার শিশু বান্ধব কর্মকর্তা (এসআই) মিজানুর রহমানের উপস্থিতিতে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। তবে এক দালালসহ ছয় জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে পাটগ্রাম থানায় মামলা করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানি সদরের একটি টহল দল। ওইদিন রাতেই তাদেরকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়। পরে সকালে বিজিবির পক্ষ থেকে ছয় জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় পাটগ্রাম থানা পুলিশ ছয় জনকে গ্রেফতার দেখিয়ে বিকালে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

পাটগ্রাম থানার ডিউটি অফিসার (এএসআই) দিপ্তী রানী রায় জানান, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ঘোড়াডাঙী এলাকার আব্দুল মালেকের ছেলে জাফর হোসেন (২২), সোনারদী মিয়ার ছেলে মোহাম্মদ বিসু (২০), আবুল কালামের ছেলে আসাদুজ্জামান (২১) এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের দালাল চক্রের সদস্য মহব্বত আলীর ছেলে শাকিল ইসলাম (২০), একই জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট এলাকার কার্তিক রায়ের ছেলে তুলারাম বর্মণ (২৫) ও তার স্ত্রী ভারতীয় নাগরিক অমৃতা রানী রায়কে (১৯) বিজিবির দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মেদনী সাগর এলাকার জামিরুল ইসলামের ছেলে রাফিম রানা (১৬), একই এলাকার তরিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৫), আব্দুল মালেকের ছেলে রিপন মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭), তোয়াব আলীর ছেলে মোহাম্মদ সোহেল (১৭) ও তৈয়বুর আলীর ছেলে মাসুদ রানা (১৭) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে পাটগ্রাম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রায়হান আলী, থানার শিশু বান্ধব কর্মকর্তা (এসআই) মিজানুর রহমানের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, ‘বিজিবির মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়।’ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা