X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টি-জেপি’র রাজনীতি খুব জটিল: মঞ্জু

পিরোজপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৫

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘আমাদের জাতীয় পার্টি-জেপি’র রাজনীতি খুব জটিল। আমরা মারমুখী রাজনীতিকে প্রশয় দেই না। এই রাজনীতি বিশ্বাস করি না। পরাধীন আমলে মার দেওয়া বা মার খাওয়ার রাজনীতি করতে হয়েছে; স্বাধীন দেশে তা অভিপ্রেৎ নয়।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাতীয় যুব সংহতির নবগঠিত বিভিন্ন ইউনিয়ন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন,  ‘ভাণ্ডারিয়াসহ এ অঞ্চলে অনেক কাজ হয়েছে। এর মধ্যে অনেক কিছুই সবার জানা নেই। জাতীয় পার্টি-জেপি মনে করে সরকারি অর্থ অপচয় নয়, নিয়ম-কানুনের মধ্যে সদ্ব্যবহার করতে হবে। সরকারের পাশাপাশি আমাদেরও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে। যারা জনপ্রতিনিধি হন তাদেরও এ ধরনের সেবা প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। আমাদের রাজনীতি হলো স্বাধীনতার পরবর্তী রাজনীতিকে রূপ দেওয়া। আমরা ঐক্যের রাজনীতি করি। যারা মূল উৎপাটনের রাজনীতি করতে চান তাদের মনে রাখতে হবে, এসব অপরাজনীতি পরাধীন আমলের স্বাধীন দেশের নয়। রাজনীতি মানে হলো মানুষের সেবা করা। বাংলাদেশে যখনই কোনও নতুন উন্নয়ন শুরু হয়েছে, তা ভাণ্ডারিয়া দিয়ে শুরু হয়েছে। আপনাদের ভালো থাকার জন্য আধুনিক দুরদর্শী, পরিবর্তনশীল, নতুন নেতৃত্ব আসবে।’

ভাণ্ডারিয়া শহরের ‘তাসমিমা ভিলা’ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভী জোমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব সংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, ইউনিয়ন নেতাদের মধ্যে মো. নজরুল ইসলাম হাওলাদার, মো. হাসান জোমাদ্দার, মো. লিটন তালুকদার, আব্দুর রহমান হাওলাদার, মো. মজিবুর রহমান হাওলাদার, আনোয়ার হোসেন আনোয়ার, মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক সালাহ্উদ্দিন রাহাত জোমাদ্দার, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব মাহাবুব শরীফ শুভ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তারসহ যুব সংহতি ও ছাত্রসমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ দিন আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড-গাজীপুর-বানাই (কাঠালিয়া)-ভগীরথপুর বাজার (মঠবাড়িয়া) সড়কে ৪ হাজার ৪৬০ চেইনেঞ্জ এ ৭৩ মিটার দৈর্ঘ্যর নবনির্মিত আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করেন। ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছয়তলাবিশিষ্ট ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়া তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এসব উন্নয়ন কাজ ছাড়াও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন, উপজেলা নির্বাহী অফিসারের সরকারী বাসভবন এবং উপজেলা পরিষদের অফিসার্স কোয়ার্টার ও ডরমেটরি ভবনের উদ্বোধন করেন। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
দোকান সাজাতে গিয়ে গানচিত্র নির্মাণ!
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি