X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘কোম্পানীগঞ্জবাসী কাদের মির্জার অপরাজনীতি ও দুঃশাসন থেকে মুক্তি চায়’

নোয়াখালী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানুষ আবদুল কাদের মির্জার কাছে গত তিন মাস ধরে জিম্মি অবস্থায় আছে বলে অভিযোগ করেছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) চাপরাশিরহাট বাজারে সংঘর্ষের ঘটনায় কাদের মির্জাকে অভিযুক্ত করেন তিনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোম্পানীগঞ্জবাসী আবদুল কাদের মির্জার অপরাজনীতি ও দুঃশাসন থেকে মুক্তি চায়। তিনি প্রতিদিন একটা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কমিটি উপহার দিচ্ছেন। এই অবস্থার প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলাম। আমার বাড়িতে সংবাদ সম্মেলন করার প্রাক্কালে শুক্রবার বিকাল ৫টার পর ওনার সন্ত্রাসী বাহিনী সশস্ত্র অবস্থায় হামলা চালায়।

ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান আরও বলেন, পুরো কোম্পানীগঞ্জের মানুষ গত তিন মাস ধরে জিম্মি হয়ে আছে। কোনোদিন হরতাল, কোনোদিন অবস্থান ধর্মঘট, কোনোদিন থানা ঘেরাও, কোনোদিন অনশন কর্মসূচি পালন করছেন তিনি। আমরাও রাজনীতি করি, তৃণমূলের রাজনৈতিক কর্মী। উনি রাজনৈতিক কর্মকাণ্ডের নামে যখন প্রধানমন্ত্রী ও প্রিয় নেতা ওবায়দুল কাদেরকে নিয়ে কটাক্ষ করেন, তা মেনে নেওয়া যায় না। আমরা প্রতিনিয়ত এসব শুনছি, আপনারাও শুনছেন লাইভে। আমাদের নেতাদের নিয়ে বিশ্রীভাবে কটাক্ষ ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে চলছেন তিনি। এখনও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। শেখ হাসিনাই নমিনেশন দেবেন, তবু উনি উনি নিজে উপজেলার সব ইউনিয়নে নমিনেশন ঘোষণা করেছেন।

বাদল আরও বলেন, ‘প্রিয় শেখ হাসিনা আপনি তৃণমূল নেতাকর্মীদের শেষ আশার স্থল। আপনার কাছে আমি আহ্বান জানাবো সত্যবচন নামধারী, কুখ্যাত ব্যক্তি কার এজেন্ডা বাস্তবায়নের জন্যে কথাগুলো বলছে তা অনুসন্ধান করে দেখুন। আপনি অনতিবিলম্বে েএই পাগলের চিকিৎসার ব্যবস্থা করুন। আমরা তার নির্যাতন থেকে, তার দুঃশাসন থেকে মুক্তি চাই।’

স্থানীয়রা জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিলে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। পরে বাদলের অনুসারীরা চাপরাশির বাজারে মিছিল করতে গেলে কাদের মির্জার সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যম কর্মীসহ চার জন গুলিবিদ্ধ ও অন্তত ৩৫ জন আহত হন।

এদিকে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার ডাকা হরতাল সমর্থনে মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।


 

 

আরও পড়ুন:

কাদের মির্জার হরতাল সমর্থনে মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে চলছে হরতাল

সংঘর্ষের দায় হামলাকারীদের নিতে হবে: কাদের মির্জা (ভিডিও)

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩৫ (ভিডিও)

থানার সামনে আবদুল কাদের মির্জার দুই ঘণ্টার অবস্থান

কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে হরতাল পালিত

কোম্পানীগঞ্জ থানার ১০ পুলিশ অফিসারের বদলির আবেদন

কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ

শপথ নিতে যাওয়ার পথে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা

কেউ কি নেই প্রতিবাদ করার: আবদুল কাদের মির্জা

‘চুপ করে বসে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না’

ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বললেন এমপি একরামুল

কাদের মির্জাকে ‘মিথ্যাবাদী’ ডেকে শাস্তি দাবি জেলা আ.লীগ নেতাদের

‘নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির কথা প্রধানমন্ত্রীকে বলেছি’

আবদুল কাদের মির্জাকে ‘উন্মাদ, মাতাল, চাঁদাবাজ’ ডাকলেন ফেনীর আ.লীগ নেতারা

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫