X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শোকাচ্ছন্ন শাকিব খান

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৯

এটিএম শামসুজ্জামানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। বলছেন, চলচ্চিত্রের পথপ্রদর্শকরা একে একে সবাই চলে যাচ্ছেন, ইন্ডাস্ট্রির জন্য যা অনেক বড় ক্ষতি।

তার ভাষায়, ‘বাংলা চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক, একে একে সবাই চলে যাচ্ছেন। সেই কাতারে এবার যুক্ত হলেন কিংবদন্তি এটিএম শামসুজ্জামান আঙ্কেল।’

শাকিব খান মনে করেন, চলচ্চিত্রের প্রাজ্ঞজনদের একজন ছিলেন এটিএম শামসুজ্জামান। তার ভাষায়, ‘আঙ্কেল এতো সহজ মানুষ ছিলেন, যার সাথে সবকিছু অকপটে বলা যেত। সবসময় সুপরামর্শ পেয়েছি এই মানুষটির কাছ থেকে। সবকিছু ছাপিয়ে এটিএম আঙ্কেল ছিলেন অত্যন্ত রসবোধ সম্পন্ন একজন মেধাবী মানুষ।’

এটিএম শামসুজ্জামান ও শাকিব খান একসঙ্গে অভিনয় করেছেন এক ডজনেরও বেশি ছবিতে। এরমধ্যে উল্লেখযোগ্য ‘ডাক্তারবাড়ি’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘নাচনেওয়ালী’ প্রভৃতি।

শাকিব খান মনে করেন, নাটক, সিনেমা, লেখালিখি, পড়াশোনা- সব মাধ্যমে এটিএম শামসুজ্জামান ছিলেন সমুজ্জ্বল। তার মতে, ‘এমন বহুমাত্রিক মেধাবী মানুষ এখন খুঁজে পাওয়া দুষ্কর।’

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে শাকিব খান শুধু প্রিয় অভিনেতাকেই হারাননি, পাশাপাশি একজন অভিভাবকও হারিয়েছেন। বলছেন, ‘আপনাকে হারিয়ে প্রচণ্ড শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন এটিএম শামসুজ্জামান আঙ্কেল।’

বাংলা চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক, একে একে তারা চলে যাচ্ছেন। সেই কাতারে এবার কিংবদন্তী এটিএম শামসুজ্জামান আঙ্কেল। তিনিও...

Posted by Shakib Khan on Saturday, February 20, 2021


শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে হাসপাতাল থেকে খানিক সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান। সবার মনে ফিরিয়েছেন স্বস্তি। রাত পোহাতেই সেই কিংবদন্তি ফিরে গেলেন না ফেরার দেশে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার খানিক আগে পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। ধারণা করা হচ্ছে শনিবার ভোরে পুরান ঢাকার সূত্রাপুর নিজ বাসভবনে পরিবারের সদস্যদের অজান্তে কোনও এক সময় না ফেরার দেশে পাড়ি জমান দেশের অন্যতম এই অভিনেতা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!