X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রুশ আদালতে নাভালনির আপিল খারিজ

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বড় সমালোচক ও বিরোধী নেতা আলেক্সেই নাভালনির আপিল খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। শনিবার তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে তার আপিলের শুনানি হয়। তবে আদালত কারাদণ্ডের মেয়াদ অল্প কিছু কমিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ফেব্রুয়ারি মাসের শুরুতে প্যারোল বিধি ভঙ্গের জন্য নাভালনিকে কারাদণ্ড দেওয়া হয়। তার দাবি, এই সাজা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পশ্চিমা বিশ্বও এই মামলার নিন্দা এবং রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনা করেছে।

শনিবার মস্কোর একটি আদালতে নাভালনির আপিলের শুনানি হয়। শুনানির পর আদালত সাড়ে তিন বছরের কারাদণ্ডের মেয়াদ থেকে ছয় সপ্তাহ কমিয়েছে। তবে গৃহবন্দি অবস্থায় থাকা সময়ও আদালত আমলে নিয়েছে। এই সময় ধরা হয়েছে দুই বছর আট মাস। ফলে এখন তাকে আড়াই বছরের চেয়ে সামান্য বেশি দিন কারাগারে থাকতে হবে।

আপিলের রায়ে ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন নাভালনি। আদালতে কাঁচঘেরা কক্ষ থেকে তিনি বলেন, তারা কারাদণ্ড দেড় মাস কমিয়েছে। দারুণ!

উল্লেখ্য, নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল নাভালনিকে। সেই হত্যাচেষ্টায় কোমায় চলে গিয়েছিলেন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে। সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি। অবশেষে ১৭ জানুয়ারি দেশে ফেরামাত্র বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। তার মুক্তির দাবিতে রাজপথে নামে সমর্থকরা। এর মধ্যেই ৩ ফেব্রুয়ারি তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে হাজার হাজার মানুষকে আটক করে সরকারি বাহিনীর সদস্যরা।

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা