X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আরও পাঁচ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৪

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আট হাজার ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫০ জন। তাদের নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন পাঁচ লাখ ৪৩ হাজার ২৪ জন। একইসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৪ জন, দেশে এখন পর্যন্ত করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হলেন চার লাখ ৯০ হাজার ৮৯২ জন।

আজ শনিবার ( ২০ ফেব্রুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্তের হার তিন দশমিক ১৪ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৪০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৪ শতাংশ। করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে ২১৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৭টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯ টি পরীক্ষাগারে, র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৬৮টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ১১ হাজার ২২টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৪৮টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৩৩ হাজার ৬৩৭টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৪১৮টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে আট লাখ ৮৯ হাজার ২১৯টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের ভেতরে পুরুষ তিন জন, আর নারী দুইজন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ছয় হাজার ৩১৪ জন, আর নারী মারা গেছেন দুই হাজার ২৮ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৬৯ শতাংশ, নারী ২৪ দশমিক ৩১ শতাংশ।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব চার জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন চারজন, আর বাড়িতে মারা গেছেন একজন।

বিভাগ ভিত্তিক বিশ্লেষনে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া পাঁচ জনই ঢাকা বিভাগের। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৪২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৫৯ জন, চট্টগ্রাম বিভাগের ৪৮ জন, রংপুর বিভাগের তিন জন, রাজশাহী বিভাগের সাত জন, সিলেট বিভাগের চার জন আর খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের আছেন একজন করে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৩৫৯ জন আর ছাড় পেয়েছেন ৪২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ২৫ হাজার ৫২৩ জন, আর ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৯৩ হাজার ৪৪৬ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩২ হাজার ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৩৩৫ জন, আর ছাড় পেয়েছেন ২৭ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ১২৯ জন। ছাড় পেয়েছেন ৯০ হাজার ১৯২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ৯৩৭ জন।

 

 

/জেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা